For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ছাড়লেন খোদ সাধারণ সম্পাদক, নির্বাচনের আগে জোর ধাক্কা গোয়ায়

তৃণমূল ছাড়লেন খোদ সাধারণ সম্পাদক, নির্বাচনের আগে জোর ধাক্কা গোয়ায়

  • |
Google Oneindia Bengali News

গোয়া বিধানসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের খোদ সাধারণ সম্পাদক যতীশ নায়েক রাজ্য বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করলেন। দলীয় প্রার্থীদের প্রথম দুটি তালিকা থেকে বাদ পড়ার পর তিনি পদত্যাগ করলেন। তবে তৃণমূল তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি দেওয়ার পর তাঁর পদত্যাগ তাৎপর্যপূর্ণ।

গোয়া তৃণমূলে ভাঙন ভোটের মুখে

গোয়া তৃণমূলে ভাঙন ভোটের মুখে

গোয়া নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে রাজ্যের সাধারণ সম্পাদক যতীশ নায়েক বলেন, তৃণমূল তাঁকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু রাজ্যে যে ধরনের রাজনীতি প্রকাশ পাচ্ছে তা দেখতে তিনি আগ্রহী নন। তারপর শেষ মুহূর্তে অন্যান্য দল থেকে আসা লোকেরাই প্রাধান্য পাচ্ছে। তাই তিনি হতাশ।

তৃণমূলের ভূমিকায় হতাশ হয়ে দলত্যাগ

তৃণমূলের ভূমিকায় হতাশ হয়ে দলত্যাগ

তিনি বলেন, গোয়া বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভূমিকায় সম্পূর্ণভাবে হতাশ বোধ করছি। এটি গ্রহণযোগ্য নয়। নির্বাচনের ঠিক আগে তাঁর দল ছাড়া তাৎপর্যপূর্ণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরও-র সঙ্গে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন ৯ জন প্রথমসারির নেতা। সেই নয়জনের মধ্যে যতীশ নায়েক ছিলেন একজন।

বড়দিনের আগে চার নেতা তৃণমূল ছাড়েন

বড়দিনের আগে চার নেতা তৃণমূল ছাড়েন

সম্প্রতি গোয়া তৃণমূলে ভাঙন শুরু হয়। বড় দিনের আগে গোয়ার চার নেতা তৃণমূল ছাড়েন। প্রাক্তন বিধায়ক লাভু মামলেদকর বিস্ফোরক চিঠি লিখে তৃণমূল ত্যাগ করেন। তাঁর মনে হয়েছে, তৃণমূল আসলে বিজেপির থেকেও সাংঘাতিক। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে তিনি কলকাতায় এসে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে বাকি তিনজনও যোগ দিয়েছিলেন। চার নেতাই দল ছেড়ে অভিযোগ করেছেন তৃণমূল গোয়ায় সম্প্রীতি বিনষ্ট করছে।

তৃণমূল ছেড়ে লরেঙ্কোর ভুল স্বীকার তাৎপর্যপূর্ণ

তৃণমূল ছেড়ে লরেঙ্কোর ভুল স্বীকার তাৎপর্যপূর্ণ

লাভু মামলেদকরের পর গোয়ায় তৃণমূল ছাড়েন আলেক্সো রেজিনাল্ডো লরেঙ্কো। তিনিও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তাঁর বড় ভুল। কেননা তৃণমূল প্রকারান্তরে সাহায্য করছে বিজেপিকেই। আলেক্সো একা নন, তাঁর সঙ্গেও তৃণমূল ছাড়েন অনেকে। ফলে গোয়া বিধানসভার আগে তৃণমূলে ভাঙন ধরে যায়।

তৃণমূলকে অনেকটা পিছিয়ে দেবে ভোটের মুখে ভাঙন

তৃণমূলকে অনেকটা পিছিয়ে দেবে ভোটের মুখে ভাঙন

আর এবার তৃণমূল ছাড়লেন যতীশ নায়েক। তাঁকে গোয়ার সাধারণ সম্পাদক করেছিল তৃণমূল। দলের সাধারণ সম্পাদকই দল ছেড়ে দিলেন বিধানসভা নির্বাচনের মুখে। তৃণমূল যখন গোয়া নির্বাচনে কংগ্রেসের বিকল্প হয়ে ওঠার চেষ্টা করছে বিজেপির বিরোধী হিসেবে, তখন এই ধাক্কা তৃণমূলকে অনেকটা পিছিয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

বিজেপিতেও ভাঙন লেগেছে ভোটের মুখে

বিজেপিতেও ভাঙন লেগেছে ভোটের মুখে

গোয়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতেও ভাঙন ধরেছে। কংগ্রেস ভেঙে তৃণমূলে যাওয়ার হিড়িক পড়েছিল আগে। তারপর উল্টো স্রোত বইতে শুরু করে। তৃণমূল ছেড়ে ফের ঘরওয়াপসি হয়। আবার বিজেপিও ভাঙতে শুরু করে। সম্প্রতি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পার্রিকরের ছেলে উৎপল পার্রিকর বিজেপি ছেড়েছিলেন। বিজেপি ছেড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পার্সেকর।

English summary
TMC general secretary Yatish Nayek leaves party before Goa Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X