For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসছে ধুলো ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোথায় কোথায় বিপদের আশঙ্কা জানেন কি

সোমবার দেশের মোট ১৩টি রাজ্যে ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধুলো ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ইত্যাদি আছড়ে পড়তে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

গত সপ্তাহের শেষে ধুলো ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের কারণে উত্তরপ্রদেশ ও রাজস্থান মিলিয়ে শতাধিক মানুষ মারা গিয়েছেন। উত্তরপ্রদেশেই ৭৫ জনের প্রাণ গিয়েছে। হঠাৎ করে হওয়া এই দুর্যোগের কারণে দুই রাজ্যের বহু মানুষের জীবনে অন্ধকার ঘনিয়ে এসেছে। অনেকে সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন। কেউ কেউ স্বজন হারানোর বেদনায় ভারাক্রান্ত। বিপদ আরও বাড়িয়ে সোমবার দেশের মোট ১৩টি রাজ্যে ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধুলো ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ইত্যাদি আছড়ে পড়তে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক ঠিক কী হতে চলেছে।

উত্তর-পূর্ব ভারত

উত্তর-পূর্ব ভারত

উত্তর-পূর্ব ভারতের ছয়টি রাজ্য অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরার নানা জায়গায় এদিন প্রবল বৃষ্টিপাত হবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় হাওয়া অফিস।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত

উত্তরপ্রদেশের পশ্চিমাংশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, কর্ণাটক ও কেরলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করা হয়েছে।

বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া

বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া

দেশের একেবারে উত্তরে জম্মু ও কাশ্মীরে, হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে ও পঞ্জাবে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

ধুলো ঝড় ও বৃষ্টি

ধুলো ঝড় ও বৃষ্টি

হরিয়ানা, দিল্লি ও চণ্ডীগড়ের কিছু বিক্ষিপ্ত জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজস্থানের কিছু এলাকায় ধুলো ঝড় হতে পারে। হরিয়ানায় এর জেরে ২দিন স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লিতে সতর্কবার্তা

দিল্লিতে সতর্কবার্তা

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে। এমনটাই সতর্কবাণী হাওয়া অফিসের।

বিপদ দক্ষিণেও

বিপদ দক্ষিণেও

উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, দক্ষিণ কর্ণাটক, তামিলনাড়ু, কেরলের কয়েকটি জায়গায় হাওয়া ও সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ কর্ণাটক ও কেরলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

English summary
Thunderstorms accompanied by squall, hail and heavy rains are likely to hit at least 13 states and 2 UTs on Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X