For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারে দিতে হবে টিডিএস, আয়কর নিয়মের বড় পরিবর্তন

ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারে দিতে হবে টিডিএস, আয়কর নিয়মের বড় পরিবর্তন

Google Oneindia Bengali News

আয়কর বিভাগের বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ২০২২ সালে বাজেট অধিবেশ এই নিয়মগুলো পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেগুলোই বাস্তবায়িত করা হল। আয়কর সংক্রান্ত তিনটি নিয়ম পরিবর্তন করা হয়েছে। প্যান-আধার লিঙ্ক করাতে গেলে আগের থেকে দ্বিগুন জরিমানা দিতে হবে। ১ জুলাই থেকে প্যান আধার লিঙ্ক করাতে গেলে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। ৩০ জুন পর্যন্ত জরিমানা দিতে হতো ৫০০টাকা। এছাড়াও ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ওপর এক শতাংশ ট্যাক্স ডিডাকশন ধার্য করা হয়েছে। চিকিৎসক ও সোশ্যাল মিডিয়ায় বিক্রির প্রচারের জন্য ১০ শতাংশ টিডিএস কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্যান আধার লিঙ্কের জন্য দ্বিগুন জরিমানা

প্যান আধার লিঙ্কের জন্য দ্বিগুন জরিমানা

প্যান আধার লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। যদিও এই সময় সীমা বাড়ানো হয়েছে। প্যান আধার লিঙ্ক করার শেষ দিন বাড়িয়ে করা হয়েছে ৩১ মার্চ ২০২৩। তবে ৩০ জুনের পর প্যান আধার লিঙ্ক করাতে গেলে দ্বিগুন জরিমানা দিতে হবে। ৩০ জুনের পর থেকে প্যান আধার লিঙ্কের জন্য এক হাজার টাকা জরিমানা দিতে হবে। আগে জরিমানার অঙ্ক ছিল ৫০০ টাকা। ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে প্যান আধার লিঙ্ক না হলে, প্যান কার্ড নিষ্ক্রীয় হয়ে যেতে পারে। এই প্যানকার্ড ট্যাক্স ফাইল করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অত্যন্ত জরুরি। প্যান আধার লিঙ্ক রয়েছে কি না, আয়কর বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে।

ত্রিপ্টোকারেন্সির লেনদেনের ওপর টিডিএস

ত্রিপ্টোকারেন্সির লেনদেনের ওপর টিডিএস

১ এপ্রিল ২০২২ সাল থেকে ক্রিপ্টোকারেন্সির ওপর ৩০ শতাংশ কর আরোপ করা হয়েছে। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির লেনদেনে দিতে হবে ৩০ শতাংশ কর। সরকার ক্রিপ্টোকারেন্সির লেনদেনে ১ শতাংশ টিডিএস কাটার প্রস্তাব দিয়েছিল। ১ জুলাই থেকে সেই প্রস্তাব বাস্তবায়িত করা হয়েছে। লাভক্ষতি নির্বিশেষে বিনিয়োগকারীদের শুক্রবার থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ১ শতাংশ টিডিএস কাটা হবে। তবে বিনিয়োগাকারী ক্ষতির মুখে পড়লে, সেক্ষেত্রে টিডিএস ফেরতের দাবি করতে পারেন। একজন ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীকে আইটিআর ফাইল করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডাক্তার ও প্রভাবশালীদের জন্য আইটি নিয়মের পরিবর্তন

ডাক্তার ও প্রভাবশালীদের জন্য আইটি নিয়মের পরিবর্তন

কেন্দ্রীয় বাজেট ২০২২ -এ ভারত সরকার আয়কর আইনের একটি নতুন বিভাগ নিয়ে আসে। সেখানে চিকিৎসক ও সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী ব্যক্তিদের বিক্রির প্রচারের মাধ্যমে প্রাপ্ত সুবিধায় ১০ শতাংশ টিডিএস দিতে হবে। ১ জুলাই ২০২২ থেকে এই প্রস্তাব বাস্তবায়িত করা হয়েছে। তবে টিডিএস তখনই প্রযোজ্য হবে যখন এক আর্থিক বছরে লাভ ২০,০০০ বা তার বেশি হবে।

1st July Rule change: এই পাঁচ নিয়মে বড় পরিবর্তন! কতটা প্রভাব পড়বে পকেটে 1st July Rule change: এই পাঁচ নিয়মে বড় পরিবর্তন! কতটা প্রভাব পড়বে পকেটে

English summary
Three changes of income tax rules begin from 1 July 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X