এটা কী ধরনের বাজেট! স্পষ্ট করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করতে চলা পীযূষ গোয়েল জনিয়েছিলেন, বাজেটের কোনও ভেদ নেই। অন্তর্বর্তীকালীন বা ভোট-অন-অ্যাকাউন্ট বলে কোনও ভেদাভেদ করা উচিত নয়। যার ফলে কেন্দ্র সরকার কেমন বাজেট পেশ করতে চলেছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে জানিয়ে দিলেন, সরকার অন্তর্বর্তীকালীন বাজেটই পেশ করতে চলেছে।

বৃহস্পতিবার বাজেটের আগে সংসদে বৈঠক হয়। মোদী যা বলেছেন, সেটাই ফের স্পষ্ট করে জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
এই সরকারের মেয়াদ শেষ হবে মে মাসে। তার মধ্যেই সরকার পুরো বাজেট পেশ করতে চলেছে বলে শোনা গিয়েছিল। বিরোধীরা যার প্রতিবাদ জানায়।
[আরও পড়ুন: Budget 2019 Live: পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তর্বর্তী বাজেট পেশ হবে, জানালেন মোদী]
লোকসভা নির্বাচনের আগে শেষ সংসদ সেশনে যাতে জনস্বার্থে উন্নয়নমূলক পদক্ষেপ করা হয় সেজন্য কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী আবেদন জানান। বিরোধী দলের গুলাব নবি আজাদ জানান, বাজেট পেশের পর মাত্র ৩-৪ দিন সময় রয়েছে এবং ৪৮টি বিল পেশ করবে সরকার। ফলে সরকারের উচিত কোন বিলে সকলে সহমত হবে তা বুঝে পেশ করা। না হলে সংসদে গোলমাল হলে তার দায় সরকারের ঘাড়েই চাপবে।