For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২য় দিনে কুণালে সামনে বসতে হতে পারে রাজীব কুমারকে! যেসব বিষয় উঠে আসছে

রবিবার ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে রাজীব কুমারকে। কুণাল ঘোষের সামনে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সিবিআই সূত্রের খবর অনুযায়ী কোনওভাবেই তাদের তলব এড়াতে পারবেন না রাজীব কুমার।

  • |
Google Oneindia Bengali News

রবিবার নির্দিষ্ট সময়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হল রাজীব কুমারকে। কুণাল ঘোষের সামনে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সিবিআই সূত্রের খবর অনুযায়ী কোনওভাবেই তাদের তলব এড়াতে পারবেন না রাজীব কুমার। সূত্রের খবর অনুযায়ী, রাজীব কুমারের জবাবে অসন্তুষ্ট সিবিআই। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ জানানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

২য় দিনে কুণালে সামনে বসতে হতে পারে রাজীব কুমারকে! যেসব বিষয় উঠে আসছে

এদিন নির্দিষ্ট সময়েরই আগেই এসে হাজির হন রাজীব কুমার। সূত্রের খবর অনুযায়ী, শনিবারের অফিসাররাই রয়েছেন জিজ্ঞাসাবাদ পর্বে।

জানা গিয়েছে, রাজীব কুমারকে শনিবার জিজ্ঞাসাবাদ করেছে ১০ সদস্যের সিবিআই টিম। শনিবার তাঁকে ৮ ঘন্টা ধরে জিজ্ঞাসাবা করা হয়। সন্ধের শিলং-এর সিবিআই অফিস থেকে বের হন কলকাতার নগরপাল। শনিবার সকাল ১১.১৫-তে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছিল। দুপুর একটায় রাজীব কুমারকে ১ ঘন্টার লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল। ফের জিজ্ঞাসাবাদ শুরু হয় বিকেল ৩ টে নাগাদ।

রাজীব কুমারের সঙ্গে কাউকেই থাকার অনুমতি দেওয়া হয়নি। ফলে রাজীব কুমারের সঙ্গে থাকা দুই পুলিশ অফিসার জাভেদ শামিম, মুরলিধর শর্মা ও আইনজীবী বিশ্বজিৎ দেব-দের সিবিআই দফতর থেকে বেরিয়ে যেতে বলা হয়।

সূত্রের খবর অনুযায়ী, রাজীব কুমার দীর্ঘ ৮ ঘণ্টার জেরায় যা জবাব দিয়েছেন তাতে সিবিআই খুশি নয়। এদিন এই দীর্ঘ সময়ের জেরায় মূলত দুইটি প্রশ্নেই নাকি বারবার ঘুরে এসেছে। একটি প্রশ্ন হল কাশ্মীর থেকে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়দের জেরা করার পর যে ল্যাপটপ, পেন ড্রাইভ ও কাগজপত্র পাওয়া গিয়েছিল তার ফরেনসিক রিপোর্ট কেন নেই। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল সারদাকাণ্ডে যে সব প্রভাবশালী জডিত ছিল তাঁদের প্রথমে গ্রেফতার করা হল না কেন?

সূত্রের খবর অনুযায়ী, সিবিআই আপাতত ৩ দিন ধরে রাজীব কুমারকে জেরা করার পরিকল্পনা নিয়েছে।

English summary
Third day of Rajeev Kumar in Shilong, CBI may interrogate for the 2nd day on Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X