একটি রাজধানী অন্যটি বাণিজ্যনগরী, এই দুই বড় শহরের দূরত্ব রেলপথে অতিক্রমের সময়সীমা আরও কমিয়ে দিল ভারতীয় রেল। দিল্লি থেকে মুম্বাইগামী রাজধানী এক্সপ্রেস আরও ২ ঘণ্টা কম সময়ে পৌঁছে যাবে গন্তব্যে। এই ট্রেনটির আর কী কী ধরণের গুণ রয়েছে তা দেখে নওয়া যাক। আগামী ১৬ অক্টোবর এই ট্রেনটির পথ চলা শুরু হবে।
[১১২ বছর পুরনো হেরিটেজ ট্রেনের টানে হিমাচলে ভিড় পর্যটকদের ]

১৪ ঘণ্টায় পৌঁছে যাবে গন্তব্যে
মুম্বই থেকে দিল্লি যেতে এই বিশেষ রাজধানী এক্সপ্রেস সময় নেবে ১৪ ঘণ্টা। এর আগে এই সময় লাগত ১৬ থেকে ১৭ ঘণ্টা।

ভাড়া কমল সফরের
মুম্বই থেকে দিল্লি রুটের, অগাস্ট ক্রান্তি ও মুম্বই সেন্ট্রাল -নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে যা ভাড়া ছিল তার থেকে ৬০০-৮০০ টাকা কম লাগবে এই নতুন রাজধানী ট্রেনটিতে।

কোন কোন স্টেশন পড়বে সফরে
দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশন থেকে বান্দ্রা টার্মিনাস পর্যন্ত চলবে এই ট্রন। মাঝে পড়বে কোটা ,ভদোদরা, সুরত এই ৩ টি স্টেশন।

ট্রেন সম্পর্কে কয়েকটি তথ্য
এই বিশেষ ট্রেনে রয়েএছ একটি এসি, দুটি ২এসি, ১২ টি থার্ড এসি। ট্রেনটির গড় গতিবেগ ৮৯ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.subscribe to Bengali Oneindia.