For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০: বেশ কিছু জিনিস হল সস্তা, বেশ কিছু জিনিস দামি, একনজরে দেখুন তালিকা

সংসদে নিজের দ্বিতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একদিনে যেমন তিনি কর ছাড়ের কথা ঘোষণা করেছেন।

  • |
Google Oneindia Bengali News

সংসদে নিজের দ্বিতীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একদিনে যেমন তিনি কর ছাড়ের কথা ঘোষণা করেছেন। ঠিক তেমনই এই বাজেট ঘোষণায় বেশ কিছু জিনিসের দাম সস্তা হতে চলেছে। বেশ কিছু জিনিস দামি হতে চলেছে। একদিকে যখন সিগারেট দামি হয়েছে। সেই জায়গায় চিনি সস্তা হয়েছে।

দামি হল সিগারেট

দামি হল সিগারেট

সিগারেট ও তামাক জাতীয় পণ্য দামি হয়েছে।

আমদানিকৃত বেশ কিছু জিনিস দামি হচ্ছে

আমদানিকৃত বেশ কিছু জিনিস দামি হচ্ছে

  • আমদানিকৃত জুতো, আসবাব দামি হতে চলেছে।
  • দামি হচ্ছে বিদেশ থেকে আমদানি করা মেডিক্যাল সরঞ্জাম।
  • দেওয়াল ফ্যানের কাস্টমস ডিউটি ৭.৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।
  • রান্নার সরঞ্জাম, চিনা সিরামিক, স্টিল, কপারের কাস্টমস ডিউটি দ্বিগুণ করে ২০ শতাংশ করা হয়েছে।
সস্তা হল খবরের কাগজ

সস্তা হল খবরের কাগজ

অর্থমন্ত্রী নিউজ প্রিন্টের কাস্টমস ডিউটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বেশ কিছু জিনিসের কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে

বেশ কিছু জিনিসের কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে

কাঁচা চিনি, অ্যাগ্রো অ্যানিম্যাল বেসড প্রোডাক্ট, স্কিমড মিল্ক, কিছু অ্যালকোহলিক বেভারেজেস, সয়া ফাইবার সয়া প্রোটিনের ওপর থেকে কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে।

English summary
Things are cheaper and dearer in Budget 2020 after FM Nirmala Sitharama's announcement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X