For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়কর আইন: ১ জুলাই থেকে তিনটি পরিবর্তন, কতটা প্রভাব সাধারণের ওপরে

চলতি আর্থিক বছর অর্থাৎ ২০২২-২৩-এর প্রথম ত্রৈমাসিক শেষ। ১ জুলাই দ্বিতীয় ত্রৈমাসিক শুরু। এই দিন থেকে বাজেটে করা প্রস্তাব মতো আয়কর আইনে (income tax rules) তিনটি বড় পরিবর্তন আনা হচ্ছে। এই পরিবর্তনের মধ্যে রয়েছে প্যান

  • |
Google Oneindia Bengali News

চলতি আর্থিক বছর (financial year) অর্থাৎ ২০২২-২৩-এর প্রথম ত্রৈমাসিক শেষ। ১ জুলাই দ্বিতীয় ত্রৈমাসিক শুরু। এই দিন থেকে এবারের বাজেটে করা প্রস্তাব মতো আয়কর আইনে (income tax rules) তিনটি বড় পরিবর্তন (three big changes) আনা হচ্ছে। এই পরিবর্তনের মধ্যে রয়েছে প্যান (PAN) ও আধার (Aadhaar) লিঙ্ক দেরিতে করার ক্ষেত্রে জরিমানা দ্বিগুণ করা। ১ জুলাই থেকে লেট ফি (Late fee) ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হচ্ছে।

ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ক্ষেত্রে উৎসে ১ শতাংশ টিডিএস ধার্য করা হবে। এছাড়াও চিকিৎসকদের বিক্রয় প্রচারের মাধ্যমে প্রাপ্ত আর্থিক সুবিধার ওপরে ১০ শতাংশ টিডিএস প্রযোজ্য হবে।

 প্যান-আধার লিঙ্কের জন্য দ্বিগুণ ফি

প্যান-আধার লিঙ্কের জন্য দ্বিগুণ ফি

প্যান ও আধার লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন, ২০২২। সিবিডিটির নির্দেশ অনুসারে কোনও ব্যক্তি যদি ২০২২-এর ৩১ মার্চ থেকে ২০২২-এর ৩০ জুনের মধ্যে প্যান ও আধার লিঙ্ক করেন, তাহলে তাঁকে ৫০০ টাকা লেট ফি দিতে হবে। আর ১ জুলাই ২০২২ থেকে প্যান-আধার লিঙ্কের জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

ক্রিপটো কারেন্সির ওপরে টিডিএস

ক্রিপটো কারেন্সির ওপরে টিডিএস

২০২২-এর ১ এপ্রিল থেকে ক্রিপ্টোকারেন্সির ওপরে ৩০ শতাংশ ফ্ল্যাট আয়কর আরোপের পরে ভারত সরকার ক্রিপ্টো কারেন্সির লেনদেনের ওপরে ১ শতাংশ টিডিএস আরোপ করতে চলেছে, বিনিয়োগকারীর লাভ-ক্ষতি নির্বিশেষে। তবে একজন বিনিয়োগকারী ক্ষতির সঙ্গে জড়িত লেনদেনের ক্ষেত্রে আরোপিত টিডিএস-এর ক্ষেত্রে তা ফেরতের দাবি করতে পারবেন। ফলে একজন ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীকে আইটিআর ফাইল করার পরামর্শ দেওয়া হচ্ছে, যজি তিনি
ক্রিপ্টোকারেন্সি লেনদেন করে থাকেন।

 চিকিৎসক ও প্রভাবশালীদের জন্য নিয়ম

চিকিৎসক ও প্রভাবশালীদের জন্য নিয়ম

২০২২-এর কেন্দ্রীয় বাজেটে কেন্জ্রীয় সরকার আয়কর আইনের ১৯৬১-এ একটি নতুন ধারা ১৯৪আর সংযুক্ত করেছে। সেখানে চিকিৎস এবং সামাজিক মিডিয়া প্রভাবশালীদের প্রচারের মাধ্যমে প্রাপ্ত সুবিধার ওপরে ১০ শতাংশ টিডিএস প্রস্তাব করা হয়েছে। তবে টিডিএস তখনই প্রযোজ্য হবে, যদি সেই সুবিধা একটি আর্থিক বছরে ২০ হাজার কিংবা তার বেশি হয়।

সরকারি ও প্রাইভেট চিকিৎসক বিভাজন

সরকারি ও প্রাইভেট চিকিৎসক বিভাজন

ধরা যাক যদি কোনও প্রাইভেট চিকিৎসক একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে ওষুধের নমুনা সংগ্রহ করেন এবং প্রাপ্ত সুবিধা যদি বছরে ২০ হাজার টাকা ছাড়িয়ে যায়, তাহলে ১০ শতাংশ টিডিএস দিতে হবে।
তবে কোনও সরকারি হাসপাতালে নিযুক্ত চিকিৎসক বিনামূল্যে চিকিৎসার নমুনা সংগ্রহ করেন, তাহলে তাঁকে ১০ শতাংশ টিডিএস দিতে হবে না।

উদয়পুর কাণ্ডে খুনিরা যুক্ত ISIS-এর সঙ্গে! পরিকল্পনা ছিল জয়পুরে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলারও, দাবি তদন্তকারীদেরউদয়পুর কাণ্ডে খুনিরা যুক্ত ISIS-এর সঙ্গে! পরিকল্পনা ছিল জয়পুরে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলারও, দাবি তদন্তকারীদের

English summary
There will be three change in Income Tax rules from 1 July how it effect common people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X