For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোট কি এগিয়ে আসছে! কী বলছেন মুখ্য নির্বাচন কমিশনার

২০১৯ সালের লোকসভা নির্বাচন এবছরের মধ্যে করা হবে বলে নানা জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনায় জল ঢাললেন মুখ্য নির্বাচনী কমিশনার ওপি রাওয়াত।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিক সম্মেলনে নির্বাচন সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে গেলেন মুখ্য নির্বাচনী কমিশনার ওপি রাওয়াত। এক দেশ এক ভোট নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। তার উপরে বেশ কয়েকটি রাজ্যে পরপর নির্বাচনের পর কথা উঠেছে, লোকসভা নির্বাচন এগিয়ে আবার জন্য।

লোকসভা ভোট কি এগিয়ে আসছে! কী বলছেন মুখ্য নির্বাচন কমিশনার

২০১৯ সালের লোকসভা নির্বাচন এবছরের মধ্যে করা হবে বলে নানা জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনায় জল ঢাললেন মুখ্য নির্বাচনী কমিশনার ওপি রাওয়াত। স্পষ্ট জানিয়ে দিলেন, লোকসভা নির্বাচন এগিয়ে আনার কোনও সম্ভাবনা নেই। কমিশন এমন কোনও ভাবনার মধ্যে নেই বলেই জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন:রাজ্যে পঞ্চায়েত নির্বাচন! সমালোচনায় মুখ্য নির্বাচন কমিশনার][আরও পড়ুন:রাজ্যে পঞ্চায়েত নির্বাচন! সমালোচনায় মুখ্য নির্বাচন কমিশনার]

এর পাশাপাশি নির্বাচনে কোনও জায়গায় গোলমাল দেখলেই তা সরাসরি যাতে মানুষ কমিশনকে জানাতে পারেন, সেজন্য একটি মোবাইল অ্যাপ তৈরি হয়েছে বলে জানালেন তিনি। কর্ণাটক নির্বাচনের সময় তাতে ৭৮০টি ভিডিও এসেছে বলেও জানান তিনি। কমিশনে ভিডিও পাঠালে সেই ব্যক্তির নাম-ঠিকানা গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন।

ওপি রাওয়াতকে প্রশ্ন করা হয়, ইভিএমে এত গোলমালের কথা শোনা যাওয়ায় লোকসভা ভোট বা আগামী ভোটগুলি কি ফের ব্যালট বাক্সে হবে? এই প্রশ্নেও সরাসরি না জানিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার বলেছেন, আগামী ভোটগুলি ভিভিপ্যাট মেশিনে হবে যা সুরক্ষিত। ফলে ব্যালটের মতো পুরনো প্রথায় ফিরে যাওয়ার কোনও প্রশ্নই নেই।

English summary
There is no chance of 2019 Lok Sabha vote to be conducted early, confirms CEC OP Rawat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X