For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্ঞানব্যাপীতে মুসলিমদের নমাজ পড়ায় কোনও নিষেধাজ্ঞা থাকছে না, জানাল সুপ্রিম কোর্ট

জ্ঞানব্যাপীতে মুসলিমদের নমাজ পড়ায় কোনও নিষেধাজ্ঞা থাকছে না, জানাল সুপ্রিম কোর্ট

  • |
Google Oneindia Bengali News

বারাণসী আদালতের নির্দেশে জ্ঞানব্যাপী মসজিদে পাওয়া গিয়েছে শিবলিঙ্গ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে জ্ঞানব্যাপীতে পাওয়া 'শিবলিঙ্গ'-এর সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে পুরো বিষয়৷ কিন্তু কোনওভাবেই মসজিদে মুসলমানদের প্রবেশ এবং জ্ঞানব্যাপী মসজিদে নামাজ পড়ার উপর কোনও বিধিনিষেধ থাকবে না। এরপরই বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে শীর্ষ আদালত।

কী নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত!

কী নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত!

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং পিএস নরসিমাকে নিয়ে তৈরি হওয়া শীর্ষ আদালতের বেঞ্চ জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে শুনানি করছে৷ আদালত হিন্দু আবেদনকারীদের এবং উত্তরপ্রদেশ সরকারকে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন বিষয়ে নোটিশ জারি করেছে। কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সের ভিডিওগ্রাফিক নির্দেশ নিয়ে বারাণসী জেলা আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট আবেদন করেছে মসজিদ কমিটি। যদিও শীর্ষ আদালত জ্ঞানব্যাপী মসজিদ সম্পর্কিত মামলায় বারাণসীর আদালতের কার্যক্রমে কোনওরকম স্থগিতাদেশ দেয়নি।

কী বলছেন মুসলিম আবেদনকারীদের আইনজীবী?

কী বলছেন মুসলিম আবেদনকারীদের আইনজীবী?

প্রসঙ্গত, হিন্দু পক্ষের প্রতিনিধিত্বকারী আইনজীবীর আবেদনে আপত্তি জানিয়েছিলেন মুসলিম পক্ষের আইনজীবী। জ্ঞানব্যাপীর কুয়োতে একটি 'শিবলিঙ্গ' রয়েছে বলে দাবিটিকে 'অনুচিত' বলে অভিহিত করেছেন মুসলিম আইনজীবী৷ তিনি আরও বলেন, যদি এটি সত্যিও হয় এই ধরনের কার্যক্রম গোপনীয় হতে হবে।' যদিও শিবলিঙ্গের বিষয়টি সামনে আসার পরই বারাণসী কোর্ট নির্দেশ দেশ যে ওই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে এলাকাটি সিল করে দেওয়ার৷

সমীক্ষা দলের কমিশনারকে সরিয়েছে বারানসী আদালত!

সমীক্ষা দলের কমিশনারকে সরিয়েছে বারানসী আদালত!

বারাণসী আদালতে হিন্দু আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা জ্ঞানব্যাপীতে সমীক্ষার সময় একটি 'শিবলিঙ্গ' উদ্ধার করা হয়েছে বলে দাবি করার পর বারাণসী আদালত গতকাল জ্ঞানভাপি মসজিদ কমপ্লেক্সের একটি অংশ সিল করার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি বারাণসীর আদালত জ্ঞানব্যাপী মসজিদ কমপ্লেক্সের সমীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিশনের আবেদন অনুযায়ী আরও দুই দিন সময় দিয়েছে। এবং তথ্য ফাঁসের অভিযোগে অভিযুক্ত আদালত অ্যাডভোকেট কমিশনার অজয় কুমার মিশ্রকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। বিশেষ আইনজীবী কমিশনার বিশাল সিং আগামী দু'দিনের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করবেন।

জ্ঞানব্যাপীতে সমীক্ষা-ভিডিওগ্রাফির তথ্য ফাঁস, কমিশনারকে অপসারণ করল বারাণসী আদালতজ্ঞানব্যাপীতে সমীক্ষা-ভিডিওগ্রাফির তথ্য ফাঁস, কমিশনারকে অপসারণ করল বারাণসী আদালত

English summary
There is no ban on Muslims praying in the Gayanbapi, says the Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X