For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেল্টাকে রুখতে ৬৬ শতাংশ কার্যকর বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন জাইকোভ–ডি, দাবি সংস্থার

Google Oneindia Bengali News

ভারতে ডেল্টা প্লাস ভ্যারিয়ান্টের কারণে ব্রেকথ্রু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জাইডাস ক্যাডিলার তৈরি সূঁচবিহীন টিকাকে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই '‌জাইকোভ–ডি’‌ ভারতে জরুরি ব্যবহারে অনুমোদন পাওয়ার পর জাইডাস গ্রুপের এমডি ডাঃ শারভিল প্যাটেল দাবি করেছেন যে কোভিড–১৯–এর ডেল্টা ভ্যারিয়ান্টের ওপর এই ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর। তিনি বলেন, 'আমাদের কোভিড–১৯ ভ্যাকসিনের কার্যকারিতা ৬৬ শতাংশের বেশি এবং ডেল্টা ভ্যারিয়ান্টের বিরুদ্ধে এর কার্যকারিতা প্রায় ৬৬ শতাংশ।’‌‌

ডেল্টাকে রুখতে ৬৬ শতাংশ কার্যকর বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন জাইকোভ–ডি

বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক এই ভ্যাকসিনের দাম ও সরবরাহ নিয়েও কথা বলেন প্যাটেল। তিনি বলেন, '‌জাইকোভ–ডি ভ্যাকসিনের মূল্য স্পষ্টভাবে আগামী সপ্তাহে জানানো হবে। এই ভ্যাকসিনের সরবরাহ শুরু করা হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে।’‌ আহমেদাবাদের এই সংস্থার লক্ষ্য রয়েছে বছরে জাইকোভ–ডি ভ্যাকসিনের ১০–১২ কোটি ডোজ উৎপাদন করার। প্যাটেল নিশ্চিত করে জানিয়েছেন যে নতুন উৎপাদন প্ল্যান্টে অক্টোবর থেকে মাসে ১ কোটি করে ভ্যাকসিন প্রস্তুত করা হবে।

এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ২৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবকদের ওপর করা হয়। কোভিড–১৯–এর জন্য ভারতে এখনও পর্যন্ত সর্ব বৃহৎ ভ্যাকসিন ট্রায়াল এটি। ট্রায়ালের অন্তর্বর্তী ফলাফলগুলি লক্ষণীয় আরটি-পিসিআর পজিটিভ ক্ষেত্রে ৬৬.‌৬ শতাংশের প্রাথমিক কার্যকারিতা দেখায়।

করোনা সংক্রমণ হলে, এই টিকার ৩টি ডোজ প্রয়োগে শরীরে সার্স-কোভ-২ ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি হয়। যা কোভিড প্রতিরোধের ক্ষমতা তৈরি করবে। ভাইরাসের আক্রমণ রক্ষার্থে এবং শরীর থেকে ভাইরাসকে দূর করতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে জাইডাস ক্যাডিলা। ১২ বছরের ওপরের শিশুরা এই জাইকোভ–ডি ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। এই প্রথমবার প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১২–১৮ বছরের নাগরিকরাও ভারতে ভ্যাকসিন নিতে পারবেন। এখনও পর্যন্ত ১৮ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকরাই করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকাকরণ করাচ্ছে।

জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে জাইডাস ক্যাডিলাকে। গতকালই জরুরি ক্ষেত্রে তিন ডোজের এই জাইকোভ-ডি টিকা প্রগোয়ের বিষয়ে সবুজ সংকেত দেখিয়েছিল ভারতের শীর্ষ ড্রাগ নিয়ন্ত্রক প্যানেলের সাবজেক্ট এক্সপার্ট কমিটি। এরপরই তা ব্যবহারে অনুমোদন দেয় কেন্দ্র। মূলত, ১২ বছর ও তার উর্ধ্বদের জন্য এই তিন ডোজের টিকা সূঁচবিহীন।

English summary
ZyCov-D is 66% effective in preventing the Delta variant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X