For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শবরীমালা নিয়ে ২০১৮-র রায় শেষ কথা নয়, জানাল সুপ্রিমকোর্ট

২০১৮ সালে শবরীমালা মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আবার শীর্ষ আদালতই জানিয়েছে সেই রায়ই শেষ কথা নয়।

Google Oneindia Bengali News

২০১৮ সালে শবরীমালা মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আবার শীর্ষ আদালতই জানিয়েছে সেই রায়ই শেষ কথা নয়। শবরীমালায় নারীর প্রবেশাধিকার নিয়ে পুনর্বিবেচনা বৃহত্তর বেঞ্চ হচ্ছে। সেখানে আলোচনা করা হচ্ছে।

শবরীমালায় নারীর প্রবেশাধিকার

শবরীমালায় নারীর প্রবেশাধিকার

২০১৮ সালে সুপ্রিমকোর্ট শবরীমালার আইয়াপ্পা স্বামীর মন্দিরে নারীর প্রবেশাধিকারে সম্মতি জানিয়েছে। এতোদিন এই মন্দিরে নারীর প্রবেশাধিকার ছিল না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই গোটা কেরল জুড়ে তোলপাড় শুরু হয়। ১০ থেকে ৫০ বছর বয়সী কোনও নারীকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া যাবে না বলে বিরোধিতা শুরু করে ভক্তরা। মন্দির কমিটিও তাতে আপত্তি জানায়।

শবরীমালা মন্দিরে নারীর প্রবেশ

শবরীমালা মন্দিরে নারীর প্রবেশ

২০১৮ সালের সুপ্রিম কোর্টের নির্দেশের পর শত বিরোধিতার মধ্যেও শবরিমালা মন্দিরে প্রবেশ করছিলেন কয়েকজন নারী। তাঁদের মধ্যে ছিলেন বিন্দু আমিন্নি। তিনি মন্দিরে প্রবেশের পর নিরাপত্তা চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানান। প্রধান বিচারপতির এজলাসে তাঁর আবেদনের শুনানির সময়ই প্রধান বিচারপতি এস এ বব্দে জানান ২০১৮ সালের শবরীমালার রায়ই শেষ কথা নয়। কেরল সরকার বিন্দুর নিরাপত্তা দিতে রাজি না হওয়ার পরেই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। আগামি সপ্তাগে ফের তাঁর আবেদনের শুনানি রয়েছে।

 বৃহত্তর বেঞ্চে শবরীমালার পুনর্বিবেচনার আর্জি

বৃহত্তর বেঞ্চে শবরীমালার পুনর্বিবেচনার আর্জি

গত ১৪ নভেম্বর সুপ্রিম কোর্টে শবরীমালা রায়ের পুনর্বিবেচনার আর্জি পেশ করা হয়। ৫ বিচারপতির বেঞ্চে মামলার শুনানি চলছে। পরে সেটি সাত বিচারপতির বেঞ্চে পাঠানো হয়। এই নিয়ে এখনও আলোচনা এবং বিচার বিবেচনা চলছে। এবারও একাধিক নারী শবরীমালার মন্দিরে প্রবেশ করতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয়।

পেঁয়াজের দাম কমাতে এবার ময়দানে নামলেন মোদী, জরুরি বৈঠক ডাকলেন অমিত শাহপেঁয়াজের দাম কমাতে এবার ময়দানে নামলেন মোদী, জরুরি বৈঠক ডাকলেন অমিত শাহ

মোদী-শাহ কল্পনার জগতে বাস করেন, কটাক্ষ রাহুলেরমোদী-শাহ কল্পনার জগতে বাস করেন, কটাক্ষ রাহুলের

English summary
The verdict of 2018 on Sabarimala is not the last word, said the Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X