For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তির পথে অসমের আলফা প্রধান পরেশ বড়ুয়া

কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তির পথে অসমের আলফা প্রধান পরেশ বড়ুয়া

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তির উদ্দেশ্যে ৪০ বছর পর প্রকাশ্যে আসতে চলেছেন অসমের আলফা প্রধান পরেশ বড়ুয়া। সূত্রের খবর, উত্তর-পূর্বের রাজ্য গুলিতে কয়েক দশকের পুরানো বিদ্রোহ অবসানের জন্য এপ্রিলের শুরুতেই কেন্দ্রের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে চলেছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা আলফা।

কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তির পথে অসমের আলফা প্রধান পরেশ বড়ুয়া

দেশ জুড়ে নাগরিকত্ব সংকট ও অসম এনআরসির পর এই শান্তি চুক্তি অসমবাসীর জন্য মোদী সরকারের \"বিহু উপহার " বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এদিকে অসমের বৃহত্তম উত্সব রঙ্গোলী বিহু প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে উদযাপিত হয়। সেই আবহেই মোদী সরকারের এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন অক্সিজেন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে পরেশ বড়ুয়ার শৈশবের বন্ধু তথা ঘনিষ্ঠ সহযোগী রেবতী ফুকানও ২০১৮ সালের এপ্রিল থেকে গা ঢাকা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। সূত্রের কবর, এই গোটা চুক্তির ক্ষেত্রে তিনিও অন্যতম মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা গুলি দীর্ঘদিন থেকেই বড়ুয়ার সঙ্গে যোগাযোগের জন্য তাকে ঢাল করেছে।

এদিকে গত বছরের শেষার্ধে কেন্দ্র সরকার জানায় আগামী কয়েক মাসের মধ্যেই আলফা সহ আরও তিন জঙ্গি সংগঠনের সঙ্গে স্বাক্ষর হতে চলেছে শান্তি চুক্তি। এই জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছিলেন অন্যতম মধ্যস্থতাকারী তথা প্রাক্তন বিশেষ সচিব এবি মাথুর।

English summary
Paresh Barua the ULFA chief of Assam is on his way to a peace deal with the center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X