For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘোষিত হতে চলেছে ইউকে-ইন্ডিয়া ২০১৯ অ্যাওয়ার্ড

প্রতিবারের মতোই এবারেও সেরার সেরাকে বেছে নিতে চলেছে 'ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ড'। লন্ডনে এই মুহূর্তে ভারতীয় সংস্থার মোট সংখ্যা ৮৪২ টি। গতবছরের থেকেও এই বছরে বেড়েছে সেদেশে ভারতীয় বিনিয়োদের পরিমাণ।

  • |
Google Oneindia Bengali News

প্রতিবারের মতোই এবারেও সেরার সেরাকে বেছে নিতে চলেছে 'ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ড'। লন্ডনে এই মুহূর্তে ভারতীয় সংস্থার মোট সংখ্যা ৮৪২ টি। গতবছরের থেকেও এই বছরে বেড়েছে সেদেশে ভারতীয় বিনিয়োদের পরিমাণ। আর এমন এক প্রেক্ষাপটে ঘোষিত হতে চলেছে ইউকে ইন্ডিয়া ২০১৯ অ্যাওয়ার্ড।

ঘোষিত হতে চলেছে ইউকে-ইন্ডিয়া ২০১৯ অ্যাওয়ার্ড

ইতিমধ্যেই পুরস্কারের তালিকার চূড়ান্ত খসরা প্রকাশিত হয়েছে। এই বছরের ইউকে ইন্ডিয়া ২০১৯ পুরস্কারের সবচেয়ে বড় বিষয় হল গোটা বিচারক প্যানেলেই থাকছেন মহিলারা। সমাজের ও কর্পোরেট ওয়ার্ল্ডের বিভিন্ন স্তরের সফল মহিলাদের নিয়ে গঠিত হচ্ছে এই প্যানেল। এতে থাকছেন, ইউকের সাংসদ রুথ ডেভিসন, সাভান্না উইসডরে শালনি আরোরা,ইউকের মন্ত্রী পেট্রিসিয়া হেউইট। নায়কা ডট কমের ফাল্গুনি নায়ার সমেত অনেকেই এর বিচারকের আসনে রয়েছেন।

এই নিয়ে এবার ৩ বছরে পড়ল ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ড। আগামী ২৪- ২৮ জুন আয়োজিত হতে চলেছে ইউকে-ইন্ডিয়া উইক। আর সেই সপ্তাহের মধ্যেই দুই দেশের পারস্পরিক সম্পর্ক যেমন উন্নতির পথে যাবে, তেমনই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে হবে সাংস্কৃতিক আদানপ্রদানও। দু'দিনের বিশেষ এই সামিটে থাকছে বিশেষ 'ইন্ডিয়া ডে'। সেই বিশেষ দিনে চলবে ভারত সম্পর্কীয় বিভিন্ন বিষয়ের আলোচনা।

মূলত, এই ইন্ডিয়া ইউকে অ্যাওয়ার্ড শো তে তারকা খচিত রাত দেখতে চলেছেন দুই দেশের বিশিষ্ট মানুষরা। প্রসঙ্গত, গত বছর এই বিশেষ সম্মান জিতে নিয়েছে কার্বন ক্লিন সলিউশনস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্য়াঙ্ক, পার্টিশন মিউডিয়াম, লন্ডন স্টক এক্সচেঞ্জ। এই বছর ইউকে-ইন্ডিয়া ২০১৯ অ্যাওয়ার্ডের সহযোগীরা হলেন 'ব্রিটিশ -এশিয়ান ট্রাস্ট', সঙ্গে রয়েছে 'চাইল্ড লাইন'।

ব্রিটেনের বুকে ব্রেক্সিট হোক বা না হোক , 'রাজার দেশ' ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্ক যে একই রকম থাকবে, তা বলাই বাহুল্য। দুই দেশ মিলে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে ব্রিটেন ও ভারত। এমনই আশা উদ্যোক্তাদের। সবমিলিয়ে আরো একবার এই রাজকীয় সমারোহের অপেক্ষায় গোটা কর্পোরেট জগত।

English summary
he Awards announcement comes at a time when there are 842 Indian companies operating in the UK, with combined revenues of over £48 billion – an increase from £46.4 billion in 2018 [source: Grant Thornton India Meets Britain Tracker 2019].
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X