For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ৫ শতাংশ হারে অর্থনৈতিক বৃদ্ধি হ্রাসের তত্ত্বকে খারিজ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

ভারতে ৫ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি হ্রাসের তত্ত্বকে খারিজ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

  • |
Google Oneindia Bengali News

বর্তমানে দেশে পাঁচ শতাংশ হারে অর্থনৈতিক বৃদ্ধি কমছে। এই তত্ত্বকে খারিজ করে দিয়ে ভারতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সোমবার লোকসভায় তিনি বলেন দেশে কোনও অর্থনৈতিক মন্দা চলছে না বরং ভারত বিশ্বের দ্রুত বর্ধমান অর্থনীতি হিসাবে বিবেচিত হচ্ছে।

অর্থনৈতিক মন্দার তত্ত্ব খারিজ

অর্থনৈতিক মন্দার তত্ত্ব খারিজ

অর্থনৈতিক বৃদ্ধির হারে ৫ শতাংশ হারের তত্ত্বকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশকে অর্থনৈতিক মন্দার মোকাবিলা করতে হলেও ভারতে তার কোনও প্রভাব এখনও পড়েনি। লোকসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক মজবুতি জোরদার করতে ইতিমধ্যে একাধিক সরকারি প্রকল্পও নেওয়া হয়েছে। যার মধ্যে শিল্প সংস্থা গুলির বিভিন্ন কর ছাড়ের কথাও বলেন তিনি। কয়েকদিন আগেই আম আদমি পার্টির সাংসদ ভগবৎ মানের অর্থনৈতিক মন্দার তত্ত্বকে তীব্র ভাষায় কটাক্ষ করে তিনি বলেন, " দেশে কোনও পাঁচ শতাংশের মন্দার চিহ্ন নেই। আপনি কোথায় এই চিত্রটি পেয়েছেন তা আমাদের দেখান।"

পাঁচ বছরে শ্রীবৃদ্ধি

পাঁচ বছরে শ্রীবৃদ্ধি

২০২৫ সালের মধ্যে ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলেও মনে করেন তিনি। দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে দেশের ছোট ব্যাংক গুলিকে একীভূত করা হয়েছে। ব্যাংক গুলির অর্থনৈতিক মজবুতি বাড়াতে বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সাথে সংযুক্তিকরণ করা হয়েছে বলেও মনে করেন তিনি।

ভারত এখনও এগিয়ে

ভারত এখনও এগিয়ে

এই প্রসঙ্গে ঠাকুর বলেন, জাতীয় পরিসংখ্যান অফিসের (এনএসও) সূত্র অনুযায়ী, ২০১৪-২০১৯ সালে গড়ে ৭.৫ শতাংশ হারে জিডিপি বৃদ্ধি পায়, যা জি-২০ দেশ গুলির মধ্যে সর্বোচ্চ। যদিও অন্যদিকে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০১৯শের অক্টোবর একটি প্রতিবেদন স্পষ্টতই দেখা যাচ্ছে চলতি বছরেই বড়সড় অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে ভারত।

'তোমাদের জন্মের আগের থেকে আমরা হিন্দুত্ববাদী ছিলাম', পদ্ম শিবিরকে তোপ শিবসেনার'তোমাদের জন্মের আগের থেকে আমরা হিন্দুত্ববাদী ছিলাম', পদ্ম শিবিরকে তোপ শিবসেনার

মুম্বই পুরসভায় ফের ক্ষমতা জাহির, মেয়র হচ্ছেন শিবসেনা নেত্রী কিশোরী পদনেকরমুম্বই পুরসভায় ফের ক্ষমতা জাহির, মেয়র হচ্ছেন শিবসেনা নেত্রী কিশোরী পদনেকর

English summary
the trend of economic prosperity continues in india says union minister anurag thakur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X