For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ কার দখলে থাকবে কোন রাজ্য, ইঙ্গিত মিলল ন্যাশনাল ট্রাস্টের সমীক্ষায়

আর মাত্র কয়েক মাস। তারপরই আগামী পাঁচ বছরে দেশের শাসনভার কার হাতে উঠবে, তা স্পষ্ট হয়ে যাবেষ তার আগে নানা জল্পনা চলছে।

Google Oneindia Bengali News

আর মাত্র কয়েক মাস। তারপরই আগামী পাঁচ বছরে দেশের শাসনভার কার হাতে উঠবে, তা স্পষ্ট হয়ে যাবেষ তার আগে নানা জল্পনা চলছে। ক্ষমতা দখলের লড়াইয়ে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য কোমর বাঁধছে সবদলই। শাসক দল বিজেপি থেকে শুরু করে প্রধান বিরোধী কংগ্রেস, এমনকী আঞ্চলিক দলগুলিও তৈরি ২০১৯-এর লড়াইয়ের জন্য।

অ্যাডভান্টেজ বিজেপি

অ্যাডভান্টেজ বিজেপি

এই অবস্থায় ফার্স্ট পোস্ট দ্য ন্যাশনাল সার্ভে ট্রাস্ট তাদের সমীক্ষায় দিল ২০১৯-এর সম্ভাব্য ফলের ইঙ্গিত। রাজ্যভিত্তিক সেই সমীক্ষা রিপোর্টে বিজেপিকেই এই সমীক্ষা রাখল অ্যাডভান্টেজ পজিশনে। অর্থাৎ এবারও কুর্সির লড়াইয়ে এগিয়ে থাকল বিজেপি। তবে, বিরোধীরা যে প্রবলতর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে সেই ইঙ্গিতও মিলেছে সমীক্ষায়।

কোন রাজ্যে টেক্কা আঞ্চলিক দলগুলির

কোন রাজ্যে টেক্কা আঞ্চলিক দলগুলির

এই সমীক্ষা অনুযায়ী বাংলার দখল থাকবে তৃণমূলের হাতেই। বিজেপি-সহ বিরোধীদের টেক্কা দিয়ে এগিয়ে থাকবে রাজ্যের শাসক দল। তেমনই ওড়িশায় বিজেডি, তামিলনাড়ুতে এআইএডিএমকে, তেলেঙ্গানায় টিআরএস, অন্ধ্রপ্রদেশে টিডিপি, কেরালায় সিপিএম টেক্কা দেবে।

[আরও পড়ুন:২০১৯ লোকসভার আগে ইস্যুর লড়াইয়ে কে এগিয়ে মোদী না রাহুল, একনজরে সমীক্ষা][আরও পড়ুন:২০১৯ লোকসভার আগে ইস্যুর লড়াইয়ে কে এগিয়ে মোদী না রাহুল, একনজরে সমীক্ষা]

কোন রাজ্যে কংগ্রেস এগিয়ে

কোন রাজ্যে কংগ্রেস এগিয়ে

সম্প্রতি তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দিয়ে শাসন ক্ষমতা দখল নিলেও কংগ্রেস লোকসভায় পাত্তা পাবে না। মাত্র তিন রাজ্যে কংগ্রেস নিজেদের এগিয়ে রাখতে সক্ষম হবে। সম্প্রতি তিনি রাজ্যে ক্ষমতা দখল করলেও রাজস্থান ছাড়া অপর দুই রাজ্য মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে প্রাধান্য বিস্তার করতে পারবে না। পঞ্জাব ও অসমে কংগ্রেস ভালো ফল করবে এবং বিজেপিকে টেক্কা দেবে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়।

বিজেপির দখল থাকবে যে রাজ্যগুলিতে

বিজেপির দখল থাকবে যে রাজ্যগুলিতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মোদীর দল বিজেপির দিকে সমর্থনের হাত তুলেছে অধিকাংশ রাজ্যে। সম্প্রতি হার মানা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিজেপি ফের কামব্যাক করবে বলে ইঙ্গিত। উত্তপ্রদেশেও বিরোধীদের টেক্কা দিতে সমর্থ হবে গেরুয়া শিবির। এছাড়া কর্ণাটকেও বিজেপি টেক্কা দেবে কংগ্রেসকে। গুজরাট, বিহার, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লি, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র- সর্বত্রই বিজেপির জয়ধ্বজা উড়বে বলে ইঙ্গিত সমীক্ষায়।

[আরও পড়ুন: ২০১৯-এর মহাযুদ্ধে কে হবেন প্রধানমন্ত্রী, স্পষ্ট ইঙ্গিত ফার্স্ট পোস্ট দ্য ন্যাশনাল ট্রাস্ট সার্ভের][আরও পড়ুন: ২০১৯-এর মহাযুদ্ধে কে হবেন প্রধানমন্ত্রী, স্পষ্ট ইঙ্গিত ফার্স্ট পোস্ট দ্য ন্যাশনাল ট্রাস্ট সার্ভের]

English summary
The survey indicates the result of Lok Sabha Election 2019 according state wise. BJP will be gainer in most states again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X