For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পি চিদম্বরমের জামিন বাতিলের দাবি সিবিআই-র, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

পি চিদম্বরমের জামিন বাতিলের দাবি সিবিআই-র, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

  • |
Google Oneindia Bengali News

আইএনএক্স মিডিয়া মামলায় বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে সিবিআই। এবার সেই চিদম্বরমের জামিন বাতিলের সেই রিভিউ পিটিশনই বৃহস্পতিবার খারিজ হল সুপ্রিম কোর্টে। যার জেরে আপাতত খানিক স্বস্তিতে চিদাম্বরম পরিবার।

কি বলল সুপ্রিম কোর্ট ?

কি বলল সুপ্রিম কোর্ট ?

এদিন বিচারপতি পি বানুমথি, এএস বোপান্না ও হৃষীকেশ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি চলে। চিদম্বরমের জামিনের বিরুদ্ধে সিবিআইয়ের পাল্টা আবেদন খারিজের পর শীর্ষ আদালতের তরফে জানানো হয়, "খোলা আদালতে রিভিউ পিটিশনের মৌখিক শুনানির আবেদন খারিজ করা হল। আমরা রিভিউ পিটিশন এবং আনুষঙ্গিক কাগজপত্র যথেষ্ট গুরুত্বের সঙ্গে পড়ে দেখেছি। তার পড়েই এই পিটিশন খারিজ করা হচ্ছে।"

 অর্থমন্ত্রী থাকাকালীন বেনিয়মের অভিযোগ চিদম্বরমের বিরুদ্ধে

অর্থমন্ত্রী থাকাকালীন বেনিয়মের অভিযোগ চিদম্বরমের বিরুদ্ধে

এদিকে গত ১৫ই মে ২০১৭ সালে আইএনএক্স মিডিয়ার আর্থিক কেলেঙ্কারির মামলায় প্রথম প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে সিবিআই। সূত্রের খবর, ২০০৭ সালে অর্থমন্ত্রী থাকাকালীন একটি বিদেশী বিনিয়োগ প্রচার বোর্ডের কার্যপ্রণালীতে অনিয়মের অভিযোগ ওঠে প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরমের বিরুদ্ধে। ওই বোর্ড মিটিংয়ে আইএনএক্স মিডিয়া গ্রুপকে বেআইনি ভাবে প্রায় ৩০৫ কোটি টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

গতকালই চার্জশিট পেশ ইডি-র

গতকালই চার্জশিট পেশ ইডি-র

এদিকে গতকালই এই একই মামলায় পি চিদম্বরম এবং তাঁর ছেলে কার্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পি চিদম্বরমের প্রথম গ্রেপ্তারির প্রায় ৯ মাস পর চার্জশিট পেশ করে ইডি। সেখানে বিদেশি বিনিয়োগ পাইয়ে দেওয়ার নামে প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

'করোনাকে পাশবালিশ করুন', মুখ্যমন্ত্রীর নিদানে প্রতিবাদকে 'পাশপালিশ' করে রাস্তায় বিজেপি'করোনাকে পাশবালিশ করুন', মুখ্যমন্ত্রীর নিদানে প্রতিবাদকে 'পাশপালিশ' করে রাস্তায় বিজেপি

English summary
Supreme Court rejects Chidambaram's bail rejection plea of CBI in INX media case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X