For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন খানিক শিথিল হতেই ঘুরে দাঁড়াচ্ছে গ্রামীণ অর্থনীতি, কমছে বেকারত্বের হার

লকডাউন খানিক শিথিল হতেই গ্রামাঞ্চলে কমছে বেকারত্বের হার

  • |
Google Oneindia Bengali News

লকডাউন খানিক শিথিল হতেই গ্রামীণ ভারতে বেকারত্বের হার বেশ কিছু কমল বলে জানা যাচ্ছে। গ্রামীণ এলাকায় একাধিক সরকারি প্রকল্পে কাজ শুরু হতেই ধীর গতিতে হলেও অর্থনীতির হাল কিছু ফিরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঘুরে দাঁড়াতে শুরু করেছে গ্রামীণ অর্থনীতি

ঘুরে দাঁড়াতে শুরু করেছে গ্রামীণ অর্থনীতি

বর্তমানে গত সপ্তাহে গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ছিল যেখানে ২৫.০৯ শতাংশ তাই বর্তমানে ৩১শে মে পর্যন্ত কমে ১৭.৯২ শতাংশে নেমে গেছে বলে জানা যাচ্ছে। মার্চের চতুর্থ সপ্তাহ থেকে দেশব্যাপী লকডাউন জারি হওয়ার পর থেকে গ্রামীণ এলাকায় এটাই সর্বাধিক কম বেকারত্বের হার বলে জানা গেছে।

জাতীয় বেকারত্বের হারও নিম্নমুখী

জাতীয় বেকারত্বের হারও নিম্নমুখী

ভারতীয় অর্থনীতি পর্যবেক্ষণ কেন্দ্র বা সিএমআইই-র তরফে বর্তমানে এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রামীণ অর্থব্যবস্থার উন্নতির হাত ধরে বর্তমানে জাতীয় বেকারত্বের হারের ক্ষেত্রে আংশিক উন্নতি লক্ষ্য করা যায়। এই সপ্তাহে গোটা দেশে মোট বেকারত্বের সংখ্যা ২০.১৯ শতাংশ ছিল বলে জানা যাচ্ছে। এর আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ২৪.৩৪ শতাংশ। পাশাপাশি লকডাউন চালু হওয়ার আগে দেশ জুড়ে ২২শে মার্চ অবধি চাকরি হারানোর পরিমাণ ছিল প্রায় ৮.৪১ শতাংশ।

শুধুমাত্র এপ্রিলেই কাজ হারান ১২ কোটি মানুষ

শুধুমাত্র এপ্রিলেই কাজ হারান ১২ কোটি মানুষ

এদিকে দেশজোড়া লকডাউনের জেরে কেবলমাত্র এপ্রিলেই গোটা ভারতবর্ষে কমপক্ষে ১২ কোটি মানুষ কাজ হারিয়েছেন বলে কয়েকদিন আগে জানা গিয়েছিল। আর এঁদের মধ্যে সবথেকে বেশি কাজ হারিয়েছেন দিনমজুর এবং অপেক্ষাকৃত ছোট সংস্থায় চাকরি করেন এমন ব্যক্তিরা। সিএমআইই-র তরফে এই তথ্যও প্রকাশ্যে আনা হয়।

জুন থেকেই বদলাতে পারে চিত্র, আশাবাদী বিশেষজ্ঞরা

জুন থেকেই বদলাতে পারে চিত্র, আশাবাদী বিশেষজ্ঞরা

তবে জুন থেকেই চিত্র খানিক পাল্টাবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। বড় শহরের বাণিজ্য ক্ষেত্র, একাধিক শিল্প ক্ষেত্র ও তথ্য-প্রযুক্তি সেক্টর গুলি খুললেই অবস্থা খানিক বদলাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের 'দ্য রাসট্যান্ডি সেন্টার ফর সোশ্যাল সেক্টর ইনোভেশন'-এর তরফে ভারতের বেকারত্বের হার উপর একটি সমীক্ষা চালানো হয়। তাতেও লকডাউনে গ্রামীণ ভারতের ভায়াবহ চিত্রের কথা উঠে আসে। তাতে দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে ৮০ শতাংশেরও বেশি পরিবারের রোজগার লকডাউনের জেরে আচমকাই থমকে গেছে।

বড়সড় রদবদল হয়ে গেল তৃণমূলে, 'হেভিওয়েট’ নেতারা পদ হারিয়ে ক্ষোভ ফুঁসছেন, জল্পনাবড়সড় রদবদল হয়ে গেল তৃণমূলে, 'হেভিওয়েট’ নেতারা পদ হারিয়ে ক্ষোভ ফুঁসছেন, জল্পনা

English summary
Unemployment in rural areas has come down due to a slight easing of lockdown,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X