For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজই বাজারে আসছে জিও ফাইবার, জেনে নিন নতুন এই ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে কিছু তথ্য

আজই বাণিজ্যিকভাবে বাজারে আসছে জিও গিগা ফাইবার। বা বলা ভাল জিও ব্রডব্যান্ড সার্ভিস। জিও ফোনের মতোই এক গুচ্ছ চমক নিয়েই যে বাজার শুরু করবে তা বলাই বাহুল্য।

Google Oneindia Bengali News

আজই বাণিজ্যিকভাবে বাজারে আসছে জিও গিগা ফাইবার। অথবা বলা ভাল জিও ব্রডব্যান্ড সার্ভিস। জিও ফোনের মতোই এক গুচ্ছ চমক নিয়েই যে নতুন পণ্য বাজার শুরু করবে তা বলাই বাহুল্য। যদিও হাইস্পিড ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য ২০১৮ সালের ১৫ অগাস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছিল। তাঁরা সর্ব প্রথম এই পরিষেবার সুযোগ পাবেন।

আজ সীমিত সংখ্যক গ্রাহককেই পরিষেবা দেওয়া হবে

আজ সীমিত সংখ্যক গ্রাহককেই পরিষেবা দেওয়া হবে

বাণিজ্যিক ভাবে ব্রডব্যান্ড পরিষেবা সূচণা করার সময় নির্দিষ্ট সংখ্যক গ্রাহকই বেছে নিতে চলেছে জিও। তাঁদেরই সর্বপ্রথম পরীক্ষা মূলক ভাবে এই পরিষেবা দেওয়া হবে। নির্দিষ্ট কয়েকটি নম্বরে ৯০ পর্যন্ত এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। এরপর ধাপে ধাপে সেই পরিষেবা বাড়ানো হবে। পর্যায়ে পর্যােয় আকর্ষণীয় প্ল্যান চালু করা হবে। দেশের গুরুত্বপূর্ণ শহর গুলিতে এই পরিষেবা প্রথমে শুরু করতে চলেছে জিও।

কী কী প্ল্যান হবে

কী কী প্ল্যান হবে

জিও ব্রডব্যান্ডের ইন্টারনেট স্পিড 1Gbps। জিও ব্রডব্যান্ড সার্ভিসের প্ল্যান শুরু হচ্ছে ৭০০ টাকা থেকে। ১০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবার প্ল্যান। তবে কিছু নির্বাচিত গ্রাহককে প্রথম ৯০ দিন বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে। ৭০০টাকার প্ল্যানে দিনে ৪০ জিবি করে ইন্টারনেট করার পরিষেবা পাবেন গ্রাহকরা।

চমক দেওয়া অফার

চমক দেওয়া অফার

জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে। এই পরিষেবার প্রিমিয়াম গ্রাহকরা রিলিজের দিনেই সেই ছবি ঘরে বসে দেখার সুযোগ পাবেন। ২০২০ সালের মাঝামাঝি এই প্ল্যান কার্যকর করা হবে। এক বছরের জন্য যারা এই পরিষেবা নেবেন তাঁদের একটি সেট টপ বক্স দেওয়া হবে। যার মাধ্যমে অনায়াসেই টিভি দেখতে পাবেন তাঁরা। অনেকটা কেবল পরিষেবার মতোই হয়ে যাবে এটা।

প্রথম পর্যাদে দেশের গুরুত্বপূর্ণ বড় শহরগুলিতে পাওয়া যাবে এই পরিষেবা। গুজরাট, দিল্লি, তেলঙ্গানা, রাজস্থান, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রে প্রথম পর্যায়ে সুযোগ পাবে। দ্বিতীয় পর্যায়ে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক। শেষে মধ্যপ্রদেশ, কেরল, জম্মু ও কাশ্মীর, বিহার, গোয়া, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ওড়িশা, হিমাচল প্রদেশ, ছত্তীশগড়ে দেওয়া হবে জিও ব্রডব্যান্ড সার্ভিস।

<strong>[আরও পড়ুন: ইডির গ্রেফতারি এড়ানো গেল না, শীর্ষ আদালতে খারিজ চিদাম্বরমের জামিনের আর্জি]</strong>[আরও পড়ুন: ইডির গ্রেফতারি এড়ানো গেল না, শীর্ষ আদালতে খারিজ চিদাম্বরমের জামিনের আর্জি]

[আরও পড়ুন: চাঁদের আরও কাছে বিক্রম, প্রহর গুণছে ইসরো][আরও পড়ুন: চাঁদের আরও কাছে বিক্রম, প্রহর গুণছে ইসরো]

English summary
The Reliance Jio Fiber internet service is all set to be launched today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X