For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ঠেকাতে আইসিএমআর-র নতুন নির্দেশিকা ? ভাইরাল হওয়া প্রেসক্রিপশনটির আসল রহস্য জানুন

করোনা ঠেকাতে আইসিএমআর-র নতুন নির্দেশিকা ? ভাইরাল হওয়া প্রেসক্রিপশনটির আসল রহস্য জানুন

  • |
Google Oneindia Bengali News

করোনা সঙ্কটের মাঝেই ভুয়ো খবরের ঘনঘটা জারি রয়েছে সর্বত্রই। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া করোনা চিকিৎসার একটি প্রেসক্রিপশন নিয়ে ছড়াল বিভ্রান্তি। করোনা ঠেকাতে ওই প্রেসক্রিপশনেই বিশেষ ভাবে চিহ্নিত করে করে আইসিএমআর-র নামে বেশ কিছু নির্দেশিকা লেখা রয়েছে। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের অ্যানাস্থেসিওলজি বিভাগে কর্মরত প্রবীণ চিকিত্সক ডাঃ রাজ কমাল আগরওয়ালের নোটপ্যাডেই ওই নির্দেশিকা গুলি লেখা রয়েছে বলে জানা যাচ্ছে।

করোনা ঠেকাতে আইসিএমআর-র নতুন নির্দেশিকা ? ভাইরাল হওয়া প্রেসক্রিপশনটির আসল রহস্য জানুন


সেখানে বলা হয়েছে আইসিএমআর-র নির্দেশিকা অনুযায়ী কোভিড-১৯ পজিটিভ রোগীদের বাড়িতে রাখতে হবে। এমনকি যাদের করোনা সংক্রমণের হালকা উপসর্গ দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রেও একি পদ্ধতি অবলম্বন করতে বলা হয়েছে। করোনা রুখতে প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই পদ্ধতি অনুসরণ করলে সামাজিক দূরত্ব, হাত ধোয়া ও মাস্ক পড়ার প্রয়োজনীয়তা নেই বলেও জানানো হয়েছে।

একইসাথে করোনা ঠেকাতে প্রেসক্রিপশনটিতে যে কোনও ব্যক্তিকে সপ্তাহে একবার ৪০০ মিলিগ্রাম হাইড্রোক্সিক্লরোক্যুইন খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি অধিক সতর্কতার জন্য সপ্তাহে একবার ভিটামিন সি ট্যাবলেট খাওয়ার কথাও বলা হয়েছে। যদিও এখনও পর্যন্ত আইসিএমআর সরকারি ভাবে এই জাতীয় কোনও নির্দেশিকাই জারি করেনি। একইসাথে ডঃ আগরওয়াল স্পষ্টভাবে প্রেসক্রিপশনটিকে জাল বলেই জানিয়েছেন। একই কথা বলতে শোনা যায় স্যার গঙ্গা রাম হাসপাতাল কর্তৃপক্ষকেও।

সংক্রমণের কারণে অপরাধীরা ঘরবন্দী, লকডাউনে কলকাতায় অপরাধ হ্রাস পেয়েছেসংক্রমণের কারণে অপরাধীরা ঘরবন্দী, লকডাউনে কলকাতায় অপরাধ হ্রাস পেয়েছে

English summary
the prescription containing the icmr guidelines for corona treatment is false
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X