For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভালো পরামর্শ মোদী নেন না', করোনা থেকে লাদাখ পরিস্থিতি নিয়ে তুলধোনা সোনিয়ার

'ভালো পরামর্শ মোদী নেন না', করোনা থেকে লাদাখ পরিস্থিতি নিয়ে তুলধোনা সনিয়ার

  • |
Google Oneindia Bengali News

লাদাখে দেশের জন্য শহিদ ২০ জন জওয়ানের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে এদিন বৈঠক শুরু হয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির। এদিনও চেনা মেজাজে বিজেপিকে একের পর এক তোপ দাগতে ছাড়েননি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এদিনের বৈঠকে একাধিক বিষয় উঠে আসতে শুরু করে। আর তা নিয়ে বক্তব্য রাখেন সনিয়া।

 সোনিয়ার বার্তা

সোনিয়ার বার্তা

'ভারত একটি প্রবল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণের বাইরে মহামারী, সীমান্তে চিনের সঙ্গে প্রবল সংঘাত শুরু হয়েছে।..' আর সোনিয়ার বার্তায় এই কঠিন পরিস্থিতির জন্য দায়ী মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ।

 ফের চেনা সুরে তোপ সোনিয়ার

ফের চেনা সুরে তোপ সোনিয়ার

এদিন ফের একবার সোনিয়া দাবি করেছেন, ২০২০ সালের এপ্রিল মে মাসে চিনের সেনা ভারতে পদার্পণ করে অবৈধভাবে। প্যাংগং লেক, গালওয়ান,লাদাখ সীমান্ত ধরেই এই অবৈধ প্রবেশ হয় বলে দাবি করেন সোনিয়া। পাশাপাশি, তিনি বলেন, সরকার এই গোটা বিষয়টি মানতে চাইছে না।

সরকারি অব্যবস্থা

সরকারি অব্যবস্থা

সোনিয়া গান্ধীর দাবি, যেভাবে পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে, তাতে গোটা দেশের সমবেত কণ্ঠে দাবি, কেন্দ্রের মোদী সরকারের চূড়ান্ত অব্যবস্থাই এই পরিস্থিতির জন্য দায়ী। এরপরই সোনিয়ার দাবি ,'কোনও ভালো পরামর্শ মোদী সরকার নিতে চায়না।' তাঁর আরও দাবি, যে পরিস্থিতি ক্রমাগত সীমান্তে খারাপ হওয়ার নেপথ্যে, রয়েছে সরকারের অপদার্থতা।

 বিজেপি-তৃণমূলের মুখের গ্রাস কি ছিনিয়ে আনতে পারবে বাম-কংগ্রেস! ঘোর দ্বন্দ্বে নজর একুশে বিজেপি-তৃণমূলের মুখের গ্রাস কি ছিনিয়ে আনতে পারবে বাম-কংগ্রেস! ঘোর দ্বন্দ্বে নজর একুশে

English summary
The Modi government refuses to listen to good advice, says Congress president Sonia Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X