For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে নয়া প্রোটোকল স্বাস্থ্য মন্ত্রকের, চিকিৎসায় ছাড়পত্র পেল রেমডিসিভির

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত তিন দিন একটানা দৈনিক সংক্রমণের নিরিখেও নতুন রেকর্ড করেছে ভারত। পাশাপাশি গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ লক্ষ ২১ হাজার ৬২৬। এমতাবস্থায় এবার করোনা ঠেকাতে বেশ কিছু নতুন প্রোটোকল আনতে দেখা গেল স্বাস্থ্য মন্ত্রককে।

ভারতে করোনা চিকিৎসায় ছাড়পত্র পেল রেমডিসিভির

স্বাস্থ্যমন্ত্রকের নয়া অনুমোদন করোনা চিকিৎসায় ছাড়পত্র পেল রেমডিসিভির। পাশাপাশি এখন পুরনো ১৩ টি উপসর্গের সাথে নতুন করে যুক্ত হল আরও দুটি উপসর্গ। এখন থেকে হঠাৎ কোনও ব্যক্তি স্বাদ ও গন্ধের অনুভূতি চলে গেলে করা হবে করোনা টেস্ট। করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা নতুন নির্দেশিকায় একথা জানানো হয়েছে। যেভাবে সংক্রমণ সংখ্যা দিন দিন বাড়ছে তাতেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের। ওয়াকিবহাল মহলের ধারণা এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে করোনা চিকিৎসার স্বার্থে গাইডলাইনে সংশোধনী এনেছে স্বাস্থ্য মন্ত্রক।

নতুন গাইডলাইনে বলা হয়েছে জরুরি এখন থেকে ভিত্তিতে করোনা চিকিৎসার জন্য রেমডেসিভির ওষুধ প্রয়োগ করতে পারবেন চিকিত্সকেরা। পাশাপাশি প্রয়োগ করা যাবে টসিলিজুমেব ওষুধ। একইসাথে প্রয়োজনে প্লাজমা থেরাপিও ব্যবহার করা যেতে পারে। প্রসঙ্গত, রেমডেসিভির সংক্রমণ প্রতিষেধক আর টসিলিজুমেব রোগ প্রতিরোধকারী ওষুধ হিসেবে কার্যকরী। এরইসঙ্গে করোনা চিকিৎসার একদম শুরুতে চিকিৎসকরা ম্যালেরিয়া প্রতিরোধী হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করতে পারেন বলে জানানো হয়েছে।

English summary
In India, remdesivir got clearance for treatment of corona patient
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X