For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুর পল্লব রাজাদের সঙ্গে চিনের বাণিজ্যিক যোগ বিশেষ মাত্রা জুড়বে মোদী- জিনপিং বৈঠকে

সামনের সপ্তাহেই জিনপিংয়ের মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই প্রকাশ্যে ভারত-চিেন ২০০০ বছরের প্রাচীন বাণিজ্যিক যোগ।

Google Oneindia Bengali News

সামনের সপ্তাহেই জিনপিংয়ের মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই প্রকাশ্যে ভারত-চিেন ২০০০ বছরের প্রাচীন বাণিজ্যিক যোগ। সম্প্রতি তামিলনাড়র মাল্লাপূরমের কাছে সমুদ্রেপ গভীর থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু প্রাচীন পাত্র। সেগুলি ২০০০ বছরের পুরনো বলে দাবি করেছেন ঐতিহাসিকরা। প্রাচীন ভারতে পল্লব রাজাদের সঙ্গে বাণিজ্যিক আদাব প্রদান ছিল চিনের। সেসময় মল্লপূরম ছিলে পল্লব রাজাদের বন্দর রাজধানী। এই মল্লপূরমেই সমুদ্র পথে চিনে বাণিজ্য করতে যেত ভারতীয় বণিকরা। আবার চিন থেকেও তামিলড়ার এই মাল্লাপূরমে জাহাজ ভিঁড়ত। সেসময় চিনের মূদ্রাও উদ্ধার হয়েছে মল্লপূরমের একাধিক জায়গা থেকে।

তামিলনাড়ুর পল্লব রাজাদের সঙ্গে চিনের বাণিজ্যিক যোগ বিশেষ মাত্রা জুড়বে মোদী- জিনপিন বৈঠকে

চিনের সঙ্গে ২০০০ বছরের এই প্রাচীন সম্পর্ক ভারত-চিন বৈঠকে বিশেষ মাত্রা যোগ করতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

তবে শুধু বাসন বা মূদ্রায় নয় ২০০০ বছর আগে তামিলনাড়ুর সঙ্গে চিনের যে বাণিজ্যিক আদানপ্রদান যে ভালমাত্রায় ছিল সেটা প্রমাণ করে একাধিক বিষয়। তামিলনাড়ুর নৌকা টঙ্গু নব্যার সঙ্গে চিনের জুঙ্কের প্রচুর মিল রয়েছে। চিনের হ্যান নালস লিপিতে তামিলনাড়ুর উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন ভারতে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। ছাড়াও চিনের উউ সম্রাটের আমলে চিয়েন হ্যান সু লিপিতেও কাঞ্চিপূরমের উল্লখ রয়েছে। আবার তামিলনাড়ুতে মল্লপূরমের কাছে ভায়ালুর লিপি খতিয়ে দেখলে দেখা যাবে সেখানে চিনের উল্লেখ রয়েছে।

পল্লব রাজারা যে সেসময় চিনে দূত পাঠাত তার উল্লেখও রয়েছে। তামিলনাড়ু বিশ্ববিদ্যালের প্রত্নতত্ব বিভাগের প্রাক্তন অধ্যাপক রাজাভেল্লু জানিয়েছেন, চিনা পর্যটক হিউয়েন সাঙ পর্যন্ত ভারতের কাঞ্চিপূরম ভ্রমণ করে গিয়েছিলেন। এই মল্লপূরমের উপকূল পথেই ভারতে এসেছিলেন হিউয়েন সাঙ এমনই দাবি করেছেন ইতিহাসবিদ্। চিনের সঙ্গে ভারতের তামিলনাড়ুপ এই প্রাচীন যোগ দুই দেশের বাণিজ্যেক সম্পর্কে অন্যমাত্রা দিতে পারে এমনই মনে তরা হচ্ছে।

English summary
The mighty Pallavas had a relationship with China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X