গুজরাতে অপারেশন কমলে বিদ্ধ হাত শিবির! রাজ্যসভা ভোটের আগে রাজস্থানে কংগ্রেস বিধায়করা
রাজ্যসভা নির্বাচনের আগেই গুজরাত বিধানসভা থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেসের তিন বিধায়ক। আর এর জেরে বিধায়কদের বিজেপির 'অপারেশন কমল'-এর হাত থেকে বাঁচাতে রাজ্যের বাইরে পাঠাল কংগ্রেস। সূত্রের খবর, গুজরাত থেকে আপাতত ১৯ বিধায়ককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানে। পরে বিকিদেরও পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

গুজরাত বিধানসভায় কংগ্রেসের ৬৫টি আসন
গুজরাত বিধানসভায় কংগ্রেসের ৬৫টি আসন। ১৮২ আসনের গুজরাত বিধানসভায় ১০৩টি আসন গেরুয়া শিবিরের দখলে। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে কংগ্রেস রাজ্যসভায় একটি মাত্র আসনই নিশ্চিত করতে পেরেছে। রাজস্থানে এখন কংগ্রেসের সরকার। তাই কংগ্রেস নিজেদের বিধায়কদের ধরে রাখতে সেখানে পাঠাচ্ছে। বিজেপি সেখানে বিধায়ক কেনাবেচা করতে পারবে না বলেই মনে করছে হাত শিবির।

গুজরাতে তিন কংগ্রেস বিধায়ক দল ছাড়েন
গুজরাতে ৪ জুন দল ছাড়েন ২ বিধায়ক। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানায় কংগ্রেস। তৃতীয় জন একদিন পরেই ইস্তফা দেন। মার্চে রাজ্যসভা ভোটের দিন ঘোষণা হওয়ার কয়েকদিন পরেই ৪ বিধায়ক কংগ্রেস ছাড়েন।

রাজ্যসভা নির্বাচনের আগে কংগ্রেসকে ভাঙতে উদ্যত বিজেপি
মোদী-শাহর রাজ্য গুজরাত। আর সেখান থেকে রাজ্যসভায় স্থান পাবেন কংগ্রেসের সদস্য! তা কি কখনও বিজেপি হতে দিতে পারত? জবাবটা স্বভাবতই 'না'। আর তাই রাজ্যসভা নির্বাচনের আগে কংগ্রেসকে ভাঙতে উদ্যত হয়েছে পদ্ম শিবির।

রাজ্যসভায় গুজরাত থেকে তিনটি আসন জিততে চাইছে বিজেপি
রাজ্যসভায় গুজরাত থেকে যেই তিনটি আসন, সেই তিনটিতেই নিজেদের প্রার্থী জিতিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। আর সেই লক্ষ্যে কাজও চলছে। এদিকে কংগ্রেসের তরফে নির্বাচনে দাঁড়িয়েছেন দুইজন। এই দুই প্রার্থীর মধ্যে বিজেপি যদি একজনকে হারাতে পারে তবে তাদের জন্য এটা হবে মধুর বদলা।
