For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে প্রশ্নোত্তর সম্বলিত বিবৃতি প্রকাশ সরকারের

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে করোনা ভাইরাস সম্পর্কিত সমস্তরকমের গুরুত্বপূর্ণ তথ্য এবং এই রোগের বিষয়ে জনসাধারণের সকল রকমের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ভাইরাস ১৭০জনের প্রাণ নিয়েছে, প্রায় ৭৭০০জন আক্রান্ত এবং অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে নভেল করোনা, যা সরকারের কপালে ভাঁজ ফেলেছে।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশিকা প্রকাশ

বৃহস্পতিবার সরকার কর্তৃক একাধিক টুইটের মাধ্যমে করোনা ভাইরাসের হালহকিকত এবং এর সংক্রমণ থেকে বাঁচার পন্থার বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়।

সরকারি মতে, নভেল করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে বারংবার জ্বর আসা, কাশি এবং শ্বাসকষ্ট। এ বিষয়ে পিআইবি ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল থেকে দরকারি তথ্য টুইট করা হয়।

সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের উৎসস্থল এবং ছড়িয়ে পড়ার প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। যেহেতু করোনা ভাইরাস একটি সম্পূর্ণ নতুন প্রকারের ভাইরাস, তাই এর উৎসস্থল হিসেবে পশুপাখিকেই সন্দেহ করা হচ্ছে। বর্তমানে করোনা ভাইরাসের মূলত ছোঁয়াচে রোগ হিসেবেই ছড়িয়ে পড়েছে।

সরকার থেকে নাগরিকদের চিন যাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। পিআইবি ইন্ডিয়া টুইটের মাধ্যমে জানিয়েছে, "চিন যাত্রা যদি একান্তই গুরুত্বপূর্ণ হয়, সেক্ষেত্রে প্রাথমিক সতর্কতা নেওয়া বাধ্যতামূলক"। করোনা ভাইরাস সংক্রান্ত প্রয়োজনীয় সতর্কতা এবং উপসর্গ সংক্রান্ত তথ্য টুইটের মাধ্যমে জানানো হচ্ছে।

মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উওহান সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অজানা এই ভাইরাসের জেরে ইতিমধ্যেই সেখানে ১৬০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত চীনের সরকারি স্বাস্থ্য পর্ষদের বিবৃতি অনুযায়ী, ১৩৭০জন এই রোগে ইতিমধ্যে আক্রান্ত এবং ১২,১৬৭ জন সন্দেহের তালিকায় রয়েছেন। বেজিংয়ে ১১১জন এবং চীনের অর্থনৈতিক রাজধানী সাংহাইয়ে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সারাবিশ্বের ১৬টি দেশে ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে এবং অন্যান্য দেশকেও এ বিষয়ে সতর্ক থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

English summary
The Government issued a FAQ notice about the deadly Corona virus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X