For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্ঞানব্যাপী মসজিদ মামলার শুনানি হবে বারাণসী আদালতে, জানাল সুপ্রিম কোর্ট

জ্ঞানব্যাপী মসজিদ মামলার শুনানি হবে বারাণসী আদালতে, জানাল সুপ্রিম কোর্ট

  • |
Google Oneindia Bengali News

জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা রিপোর্ট নিয়ে বড়সড় চ্যালেঞ্জের মুখে দেশের বিচারব্যবস্থা৷ সমীক্ষা রিপোর্ট চ্যালেঞ্জের শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টই এবার এই মামলার দায়িত্ব তুলে দিল জেলা বিচারপতির হাতে৷ স্পষ্ট নির্দেশ দেওয়া হল, সমীক্ষা রিপোর্টের বিশেষ কিছু অংশ যেন সাধারণ মানুষের কাছে ফাঁস না হয়ে যায়৷

জ্ঞানব্যাপী মসজিদ মামলার শুনানি হবে বারাণসী আদালতে, জানাল সুপ্রিম কোর্ট

দেশের সর্বোচ্চ আদালতে মুসলিম পক্ষের প্রতিনিধিত্ব করছিলেন আইনজীবী হাজেফা আহমদি। তিনি বলেন, 'সমীক্ষা রিপোর্টের বেশ কিছু অংশ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে জনমত গড়ে তোলা হচ্ছে।' সর্বোচ্চ আদালত এর পরিপ্রেক্ষিতে বলে, 'মামলার গুরুত্ব এবং সংবেদনশীলতা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে নিম্ন আদালতে এর শুনানি হওয়া দরকার। আমরা চাই, উত্তরপ্রদেশের কোনও প্রবীণ তথা অভিজ্ঞ বিচারকের সামনে যেন এটি পেশ করা হয়৷ বেনারসের জেলা আদালতে যেন এই শুনানি হয়।'

ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনও রকম সমঝোতা নয়, প্রধানমন্ত্রীকে দেশ রক্ষা করতে হবে, বললেন রাহুল গান্ধী ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনও রকম সমঝোতা নয়, প্রধানমন্ত্রীকে দেশ রক্ষা করতে হবে, বললেন রাহুল গান্ধী

যদিও এই কেস সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট। তারা বলে, ' প্রথমে ট্রায়াল কোর্টে এর শুনানি হোক৷ দুইপক্ষের দাবিই শোনা হবে। আমরা এই বিষয়ে কোনও মন্তব্য করব না। আমরা কিছু আয়োজনের জন্য অন্তর্বর্তী নির্দেশিকা জারি করেছি৷ আমরা দুই পক্ষই ব্যালেন্স করতে চাইছি। এই নির্দেশিকা উভয়পক্ষের জন্যই স্বস্তিদায়ক।' সমীক্ষার রিপোর্ট ফাঁস হওয়া নিয়ে অবশ্য ভীষণ কড়া অবস্থান রয়েছে সুপ্রিম কোর্টের। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 'কমিশনের রিপোর্ট কোনওভাবেই ফাঁস হওয়া উচিত নয়৷ এই রিপোর্ট যেন শুধুমাত্র বিচারপতির সামনেই প্রকাশিত হয়।'

English summary
The Gayanbapi case will be heard in Varanasi court, said the Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X