For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছোতে পারে গগনযান মিশনের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট, আশাবাদী ইসরো

পিছোতে পারে গগনযান মিশনের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট, আশাবাদী ইসরো

Google Oneindia Bengali News

গোটা বিশ্বে পড়েছে করোনার প্রভাব। লকডাউনের জেরে বিশ্বের অর্থনীতি একেবারে থমকে গিয়েছে। এবার এর প্রভাব সরাসরি গিয়ে পড়ল মহাকাশ গবেষণার ওপরও। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মহাকাশে মানুষ পাঠানোর উচ্চাভিলাষী গগনযান প্রকল্পের প্রস্তুতি সাময়িক ধাক্কা খেয়েছে। কোভিড-১৯ আবহে পিছিয়ে যেতে পারে এই প্রকল্পের প্রথম মানবহীন টেস্ট ফ্লাইট।

পিছোতে পারে গগনযান মিশনের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট, আশাবাদী ইসরো


ইসরোর বেঙ্গালুরুর সদর দপ্তর থেকে এর আগে জানানো হয়েছিল যে আগামী ডিসেম্বর মাসে প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পাঠানোর কথা ও দ্বিতীয় টেস্ট ফ্লাইটের সময় নির্ধারণ করা হয়েছিল ২০২১ সালের জুলাই মাসে। প্রসঙ্গত ২০২২ সালে মহাকাশে মানু্ষ পাঠানোর কথা রয়েছে। যদিও ইসরোর এক শীর্ষ কর্তা বলেন, '‌কোভিডের জন্য প্রস্তুতিতে কিছু বিঘ্ন এসে গিয়েছে, তবে এখন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি দেখছি, এখনও আমাদের হাতে ছ’‌মাস সময় রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সংকল্পে পৌঁছানোর।’

ওই আধিকারিক আরও বলেন, '‌নির্দিষ্ট সময়ের হয়ত এদিক–ওদিক হতে পারে, তবে এটি তখনই জানা যাবে যখন আমরা সম্পূর্ণ মূল্যায়ন করব, এটা এখনও পরিণতি পায়নি তাই এখন কিছু বলা সম্ভব নয়। কারণ যে দলটি এ বিষয়ের ওপর কাজ করছেন তারা টেস্ট ফ্লাইট পিছিয়ে যাওয়ার কোনও ইঙ্গিত দেননি।’‌ প্রসঙ্গত, প্রথম টেস্ট ফ্লাইটে মানব–সদৃশ রোবট '‌বিয়োমিত্র’‌–কে পাঠানোর কথা। ১০ হাজার কোটির গগনযানকে ২০২২ সালে উৎক্ষেপণ করার কথা ভারতের। ওই বছরই স্বাধীন ভারতের ৭৫তম বর্ষপূর্তি। ভারতীয় বায়ুসেনার চার পাইলটকে গগনযান প্রজেক্টের জন্য বাছাই করা হয়েছে। বর্তমানে রাশিয়ার মস্কোতে তাঁদের প্রশিক্ষণ চলছে। যদিও, সূত্রের খবর, করোনার জন্য সেটাও বাধাপ্রাপ্ত হয়েছে।

অপেক্ষার অবসান! আজ রাজ্যে ঢুকছে বর্ষা, কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরেঅপেক্ষার অবসান! আজ রাজ্যে ঢুকছে বর্ষা, কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে

English summary
According to ISRO, preparations for India's ambitious manned Ggaganyaan project have suffered a temporary setback. The first unmanned test flight of this project may be delayed due to Covid-19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X