For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে ইয়েদুরাপ্পার শপথগ্রহণ আটকাতে সুপ্রিমকোর্টে গেল কংগ্রেস, মাঝরাতেই হতে পারে শুনানি

দিল্লিতে সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর বাড়িতে পৌঁছে যায় অভিষেক মনু সিংভির নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল। সকাল হতে না হতেই শপথ নেবেন ইয়েদুরাপ্পা। তাই রাতেই শুনানি চায় কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের আহ্বান জানিয়ে সম্মতি দিয়েছেন রাজ্যপাল বাজুভাই বালা। সেইমতো বৃহস্পতিবার সকালে ৯টার সময় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিএস ইয়েদুরাপ্পা। তাপরে ১৫ দিনের মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

ইয়েদুরাপ্পার শপথগ্রহণ আটকাতে সুপ্রিমকোর্টে গেল কংগ্রেস

এদিন রাজ্যপালের সম্মতির খবর আসার পরই সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা রণদীপ সূরযেওয়ালা স্পষ্ট বলে দেন, সব ধরনের আইনি দিক খতিয়ে দেখা হবে। জনতার দরবারে যাওয়া হবে।

যদিও শুধু ভাষণ দিয়েই থেমে থাকেনি কংগ্রেস। দিল্লিতে সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর বাড়িতে পৌঁছে যায় অভিষেক মনু সিংভির নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল। সকাল হতে না হতেই শপথ নেবেন ইয়েদুরাপ্পা। তাই রাতেই শুনানি চায় কংগ্রেস।

মুখ্য বিচারপতির বাড়ির সামনে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। এদিন দীপক মিশ্রকে যে পিটিশন দেওয়া হয়েছে। তাতে সই করেছে জেডিএস-ও। যৌথভাবে কংগ্রেস-জেডিএস পিটিশন জমা করেছে।

এখন পুরো বিষয়টি নির্ভর করছে মুখ্য বিচারপতি দীপক মিশ্রর উপরে। তিনি মনে প্রয়োজন মনে করলে এদিন রাতেই শুনানি হতে পারে। সেক্ষেত্রে শুনানির পর জানা যাবে বৃহস্পতিবার সকালে ইয়েদুরাপ্পা শপথ নিতে পারবেন কিনা। আর শুনানির সময় পরে ধার্য হলে বৃহস্পতিবার সকালেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে ইয়েদুরাপ্পা শপথ নেবেন।

English summary
The Congress has moved the Supreme Court, asking for a stay in the swearing-in ceremony of BS Yeddyurappa as Karnataka CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X