For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্লাবহাউজ অ্যাপের টার্গেটও মুসলিম মহিলা, পুলিশকে পদক্ষেপ করতে বলল ডিসিডব্লিউ

ক্লাবহাউজ অ্যাপের টার্গেটও মুসলিম মহিলা

Google Oneindia Bengali News

সুল্লি ডিলস, বুল্লি বাই অ্যাপের পর আবার একটি অ্যাপ মাথা চাড়া দিয়ে উঠেছে, সেটি হল ক্লাবহাউজ চ্যাট অ্যাপ। এই অডিও চ্যাট অ্যাপে মুসলিম মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অপরাধে দোষীদের বিরুদ্ধে পুলিশকে পদক্ষেপ করার জন্য দিল্লি মহিলা কমিশনের (‌ডিসিডব্লিউ)‌ পক্ষ থেকে নোটিস জারি করা হয়েছে।

মুসলিম মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য

মুসলিম মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য

এক বিবৃতিতে ডিসিডব্লিউ বলেছে যে এই অ্যাপে '‌হিন্দু মেয়েদের চেয়ে মুসলিম মেয়েরা বেশি সুন্দরী'‌ এই বিষয়ে নোংরা কথোপকথন যারা করেছে তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম সেলকে এফআইআর করতে বলেছে। বিবৃতিতে এও বলা হয়েছে, '‌প্যানেলটি স্বতঃপ্রণোদিতভাবে এই চ্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, যেখানে অংশগ্রহনকারীদের স্পষ্টভাবে শোনা গিয়েছে যে তারা মুসলিম মহিলা ও মেয়েদের লক্ষ্য করে আপত্তিকর, অশ্লীল এবং অবমাননাকর মন্তব্য করেছে।'‌

 দিল্লি পুলিশকে পদক্ষেপ করার জন্য চাপ

দিল্লি পুলিশকে পদক্ষেপ করার জন্য চাপ

কমিশন দিল্লি পুলিশকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে বলেছে এবং পাঁচদিনের মধ্যে এই পদক্ষেপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। অডিও চ্যাটে এই কথোপকথন নিয়ে ডিসিডব্লিউ চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেন, '‌কেউ আমায় টুইটারে ক্লাবহাউস অ্যাপে হওয়া এই অডিও কথোপকথন ট্যাগ করে, যেখানে মুসলিম মহিলা ও মেয়েদের লক্ষ্য করে আপত্তিকর যৌন মন্তব্য করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।' মালিওয়াল এও বলেন, 'দেশে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় আমি অত্যন্ত ক্ষুব্ধ। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন এবং সে কারণে আমি দিল্লি পুলিশকে পদক্ষেপ নেওয়ার জন্য নোটিস জারি করেছি। যাতে তারা এফআইআর ও এই বিষয়ে দ্রুত গ্রেফতার করতে পারে।'‌

বিতর্কিত বুল্লি বাই ও সুল্লি ডিলস

বিতর্কিত বুল্লি বাই ও সুল্লি ডিলস

এই অডিও অ্যাপের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় বুল্লি বাই বিতর্কিত অ্যাপের। যেখানে সাংবাদিক, আইনজীবী ও সমাজকর্মী সহ একাধিক মুসলিম মহিলা সহ সব বয়সের মেয়েদের অনলাইনে নিলামে চড়ানো হত। সঙ্গে থাকত তাঁদের নিয়ে নোংরা মন্তব্য। আবার বুল্লি বাই অ্যাপের নিলামের সঙ্গে মিল খুঁজে পাওয়া গিয়েছে সুল্লি ডিলসের। মুসলিম মহিলাদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের আপত্তিকর শব্দ সুল্লি ব্যবহার করে এই অ্যাপেও মুসলিম মেয়েদের নিলাম করা হত। গত বছরই এই অ্যাপ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও ক্লিপ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও ক্লিপ

ইতিমধ্যেই ক্লাবহাউস চ্যাটের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

English summary
The audio chat app Clubhouse has made derogatory remarks against Muslim women
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X