For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেটা এন্ট্রির কাজের মাধ্যমে বাড়িতে বসেই বিপুল আয়ের সুযোগ দিচ্ছে মোদী সরকার

শুধুমাত্র ডেটা এন্ট্রির কাজের মাধ্যমে বাড়িতে বসেই বিপুল আয়ের সুযোগ। কেন্দ্রীয় সরকারের ডিজিটাইজ ইন্ডিয়ার মাধ্যমে এই সুযোগ পাওয়া যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

শুধুমাত্র ডেটা এন্ট্রির কাজের মাধ্যমে বাড়িতে বসেই বিপুল আয়ের সুযোগ। কেন্দ্রীয় সরকারের ডিজিটাইজ ইন্ডিয়ার মাধ্যমে এই সুযোগ পাওয়া যাচ্ছে।

ডেটা এন্ট্রির কাজের মাধ্যমে বাড়িতে বসেই বিপুল আয়ের সুযোগ দিচ্ছে মোদী সরকার

ডিজিটাইজ ইন্ডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে। এর মাধ্যমে কোনও সংস্থাকে ডিজিটাইজেসন সার্ভিস দেওয়া হয়।

প্রয়োজনীয় যা লাগবে
------------------------

কম্পিউটারে সাধারণ জ্ঞান, ইন্টারনেট সংযোগ, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ। এটি মূলত ডেটা এন্ট্রির কাজ। যত শব্দ টাইপ করা যাবে আয় তত বাড়বে।


যে উপায়ে ডিজিটাইজ ইন্ডিয়া প্ল্যাটফর্মে কাজ হবে
---------------------------------

ডিজিটাইজ ইন্ডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থার তথ্য পাওয়া যাবে স্নিপেটে।
এই স্নিপেট কনট্রিবিউটরদের কাছে পাঠানো হবে
কনট্রিবিউটররা স্নিপেড দেখে শব্দ টাইপ করবেন
বিশেষ পদ্ধতিতে টাইপ করা শব্দ পরীক্ষা করা হবে
নির্ভুল এন্ট্রির জন্য রিওয়ার্ড পয়েন্ট থাকবে এবং শব্দগুলি ডিজিটাইজ হয়ে যাবে
ডকুমেন্টগুলি রি অ্যাসেম্বল করে নির্দিষ্ট সংস্থার কাছে পাঠাতে হবে

ডিজিটাইজ ইন্ডিয়ার মাধ্যমে অনলাইনে আয়ের উপায়
----------------------------------------------

ডিটিটাল এজেন্ট হিসেবে সাইনআপ করতে হবে। সেখানে নিজের পুরো নাম, ইমেল, ফোন নম্বর দিয়ে সাইন আপ ফর্ম সাবমিট করতে হবে। দিতে হবে আধার নম্বরও।

http://digitizeindia.gov.in

অ্যাকাউন্টে লগ ইনের জন্য যা করতে হবে
------------------------------------------

এর জন্য লাগবে ইউজার নেম/ইমেল এবং পাসোয়ার্ড। এরপরেই অ্যাকাউন্টের ড্যাসবোর্ডে যাওয়ার অপশন থাকবে। সেখানেই পাওয়া যাবে স্নিপেট এবং নিজের কাজের খতিয়ান।

ওয়ার্ক অ্যান্ড আর্ন
----------------

ড্যাসবোর্ডে পাওয়া স্নিপেট থেকে কাজ শুরু করতে হবে। সঠিক কাজের অনুমোদন পেলেই পয়েন্ট যোগ হতে থাকবে। এরপর রিওয়ার্ড পয়েন্টস মানেই টাকা। চেষ্টা করলে মাসিক আয় মন্দ হবে না।

সাধারণ ভাবে প্রত্যেক ক্যারেকটারের জন্য নির্ধারিত হয়েছে ২ পয়সা। কিন্তু সেটা নির্ভর করছে কতটা নির্ভুল কাজ করা হচ্ছে তার ওপর।

বিস্তারিত তথ্যের জন্য দেখতে পারেন http://digitizeindia.gov.in/how-it-works

English summary
The central government of india has started an initiave named Digitize India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X