For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন মোটর ভেহিকল আইন অনুযায়ী জরিমানা নিতে রাজ্য সরকার গুলিকে চরম বার্তা কেন্দ্রের

নতুন মোটর ভেহিকল আইন অনুযায়ী জরিমানা নিতে রাজ্য সরকার গুলিকে চরম বার্তা কেন্দ্রের

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি দেশের আইন ও বিচার মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে মোটর ভেহিকল আইনের অধীনে ট্রাফিক আইন ভাঙলে কোনও গাড়ির চালকের জরিমানা কমানোর অধিকার নেই কোনও রাজ্য সরকারেরই।

নতুন মোটর ভেহিকল আইন অনুযায়ী জরিমানা নিতে রাজ্য সরকার গুলিকে চরম বার্তা কেন্দ্রের


সূত্রের খবর, ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে চালানের জরিমানার পরিমান বাড়ানোর জন্য সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। এই প্রসঙ্গে রাজ্য সরকার গুলিকে একটি চূড়ান্ত বার্তাও দিতে দেখা গেছে কেন্দ্রকে।

গত বছরের ১লা সেপ্টেম্বর মোটর গাড়ি (সংশোধন) আইন, ২০১৯ থেকে কার্যকর হওয়ার পর থেকেই এই ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত। সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রকের তরফে যে সমস্ত রাজ্য গুলি এই আইন অনুযায়ী জরিমানা ধার্য করছে না তাদেরই আলটিমেটাম দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

পাশাপাশি বিজেপি শাসিত কেন্দ্র সরকার আরও বলেছে, যে রাজ্যগুলি এই নির্দেশটি মানবে না বা মানতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে বিশেষ ভাবে উল্লেখ্য, এই ধারার বলেই কোনও রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়।

গত বছর, মোটর ভেহিকল সংশোধন আইন, ২০১৯(এমভি) বাস্তবায়নের সময় বিভিন্ন মহল থেকে প্রচুর প্রতিরোধ ও বিক্ষোভ হতে দেখা যায়। যারা এই নতুন আইনের বিরোধী ছিলেন তাদের মতে, এই নয়া আইনের দ্বারা সাধারণ মানুষের গলাকাটার চেষ্টা করছে সরকার। যার ফলে অতিরিক্ত চালানের মূল্য অনেক রাজ্যেই এখনও ধার্য করা হয়নি। দেশের অনেক রাজ্য সরকারই তখন জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়া বা এই নয়া এমভি আইনকে পুরোপুরি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়।

English summary
Extreme message from center to the state government for reducing the penalties who violating traffic laws
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X