For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অ্যান্টি ন্যাশনাল' খবর ছড়ানোর অপরাধে ৩৫ টি পাক মদতপুষ্ট Youtube চ্যানেল বন্ধ করল কেন্দ্র

'অ্যান্টি ন্যাশনাল' খবর ছড়ানোর অপরাধে ৩৫ টি পাক মদতপুষ্ট Youtube চ্যানেল বন্ধ করল কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার ভুয়া খবর ছড়ানোর জন্য ৩৫ টি ইউটিউব চ্যানেল এবং একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র সরকার৷ গত বছরের ডিসেম্বরে কেন্দ্রের আইটি মন্ত্রকও এরকম একটি পদক্ষেপ শুরু করেছিল। এবং 'ভারত-বিরোধী' সামগ্রী সম্প্রচারের জন্য ২০ টি ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছিল। এবার সরকারের সিদ্ধান্ত জানিয়েছেন আই ও বি সচিব অপূর্ব চন্দ্র। তিনি একটি প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে এই ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে পোস্ট করা ভুয়ো ভিডিওগুলির ১৩০ কোটি ভিউ হয়েছে৷

অ্যান্টি ন্যাশনাল খবর ছড়ানোর অপরাধে ৩৫ টি পাক মদতপুষ্ট Youtube চ্যানেল বন্ধ করল কেন্দ্র

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব আরও জানিয়েছেন, এই অ্যাকাউন্টগুলি পাকিস্তানের থেকে অপারোট করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে! ভারত বিরোধী ভুয়ো খবর প্রচার করছিল চ্যানেলগুলি। ভারতের বিরুদ্ধে জাল খবর যুদ্ধ শুরু করা হয়েছিল ইউটিউব চ্যানেলগুলি থেকে! তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব, বিক্রম সহায় বলেছেন, আইটি নিয়ম অনুসারে এই ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ৩৫ টি ইউটিউব চ্যানেল, দুটি টুইটার হ্যান্ডেল, দুটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল, দুটি ওয়েবসাইট এবং একটি ফেসবুক অ্যাকাউন্টকে ব্যান করেছি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আরও দাবি এই মাধ্যমগুলি থেকে ভুয়ো খবর ব্যবহার করে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছিল৷ এ বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পাওয়া গিয়েছে এবং তারপরই ওই অ্যাকাউন্ট ও চ্যানেলগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সহায় বলেছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারকাররদের এই ধরনের বিষয়গুলির খেয়াল রাখা উচিত। ফেক খবর ছড়ানোর চ্যানেলগুলির জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে তারা ইতিমধ্যেই মোট ১.২ কোটি সাবসস্ক্রাইবার এবং ১৩০ কোটিরও বেশি ভিউ ছিল৷ অবশ্যই এই চ্যানেল ও প্রোফাইলগুলি খুব কঠিন কাজ ছিল তবে মন্ত্রণালয় এটি নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

কেন্দ্রীয়মন্ত্রক দ্বারা ব্যান করা ৩৫টি অ্যাকাউন্টের সবগুলিই পাকিস্তান থেকে পরিচালিত হয়েছিল এবং চারটি গোপন নেটওয়ার্ক ব্যবহার করে এগুলি অপারেট করা হচ্ছিল বলে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে! তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ব্যান করা ইউটিউব চ্যানেলগুলির মধ্যে রয়েছে 'নিউজ উইথ ইনফো' 'গ্লোবাল ট্রুথ', 'ইনফরমেশন হাব', 'দুনিয়া টিভি', এবং 'বোল মিডিয়া টিভি'। এবং কেন্দ্রীয়মন্ত্রণালয় কর্তৃক ব্লক করা দুটি ওয়েবসাইট হল হোয়াইটপ্রোডাকশন ডট কম ডট পিকে ও ডাউনলোড মিডিয়া ডট কম। সঙ্গেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব আরও বলেন, আমরা গতকাল সোশ্যাল মিডিয়া মধ্যস্থতাকারীদে এ বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলাম এবং তারা ২৪ ঘন্টা সময় চেয়েছিল, এবং এখন পর্যন্ত প্রায় সমস্ত অ্যাকাউন্ট ইতিমধ্যে ব্লক করা হয়েছে।

English summary
The center shut down 35 Youtube for spreading 'anti-national' news.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X