লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইপিসি, ডিএম আইনের অধীনে মামলার নির্দেশ কেন্দ্রের
করোনা রুখতে গত ২৪শে মার্চ থেকেই দেশজুড়ে জারি রয়েছে লকডাউন। বন্ধ সরকারি বেসরকারি প্রায় সমস্ত কর্মক্ষেত্র। বন্ধ বেশিরভাগ দোকানপাট, একাধিক মানুষ কার্যত কাজ হারিয়ে ঘরে বসে আছেন। এদিকে হেলে পড়েছে দেশের অর্থনীতিও। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও প্রায় আকাশছোঁয়া।

কঠিন সংকটে গোটা দেশ
ইতিমধ্যেই করোনা প্রাদুর্ভাবের তৃতীয় পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, এই কঠিন সময়ে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে গোষ্ঠী সংক্রমণের। ১৩১ কোটির দেশে একবার গোষ্ঠী সংক্রমণ শুরু হলে তা যে কটটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে বিশেষজ্ঞ মহলে। তবুও হুঁস নেই কিছু মানুষের, এই লকডাউনকে কার্যত ছুটি মনে করে যথেচ্ছ ভাবে ঘুরছেন কিছু মানুষ। এবার লকডাউনের আইন ভাঙলেই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা,নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের।

লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের
বৃহস্পতিবার, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির সমস্ত মুখ্য সচিবদের উদ্দেশ্যে একটি চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানান, ২৪ শে মার্চ থেকে জারি রয়েছে ২১ দিনের লকডাউন। এই সময়কালে কেউ এই লকডাউনের বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৫১ থেকে ৬০ অনুচ্ছেদের দুর্যোগ ব্যবস্থাপনা আইন,২০০৫ আওতায় থাকা ১৮৮ নম্বর ধারায় মামলা দায়ের করা হবে।


লকডাউন মেনে চলার আবেদন সরকারের তরফে
আজ সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯৬৫ জন। সপ্তাহখানেক আগেও সংখ্যাটা ছিল ৭০০। গত ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ২৫০ জন। মৃতের সংখ্যাও ছুঁয়েছে ৫০ এর ঘর। যুদ্ধকালীন তৎপরতায় মারণ ভাইরাসের বিরুদ্ধে জারি রয়েছে লড়াই। অন্যদিকে,পরিস্থিতি মোকাবিলায় একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। নাগরিকদের কাছে আবেদন জানানো ঘরে থাকার, এবং জমায়েত এড়িয়ে চলার।