For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশ, পাঞ্জাব-কাশ্মীরে জারি কমলা সতর্কতা

দুপুরেই কাশ্মীরে তিন জঙ্গিকে নিকেশ করেছে সেনা। কিন্তু তারপরেও বিপদ কাটেনি। গোয়েন্দারা খবর দিয়েছেন, পাঞ্জাব সীমান্ত দিয়ে পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে। পাঞ্জাবেই ঘোরাফেরা করছে তারা।

Google Oneindia Bengali News

দুপুরেই কাশ্মীরে তিন জঙ্গিকে নিকেশ করেছে সেনা। কিন্তু তারপরেও বিপদ কাটেনি। গোয়েন্দারা খবর দিয়েছেন, পাঞ্জাব সীমান্ত দিয়ে পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে। পাঞ্জাবেই ঘোরাফেরা করছে তারা। সেনা বাহিনীকেই টার্গেট করে হামলা চালানোর পরিকল্পনা করছে তারা। গোয়েন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পরেই পাঞ্জাব এবং কাশ্মীর জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাঠানকোট, জম্মু, শ্রীনগর, অবন্দিপুরায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশ, পাঞ্জাব-কাশ্মীরে জারি কমলা সতর্কতা

পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সেনা ঘাঁটি গুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতেও সতর্কতা জারি করা হয়েছে।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের পরেই ভারতে নাশকতা চালানোর ছক কষছে জঙ্গিরা। তাদের সহযোগিতা করছে পাক সেনা।

বালাকোটে গুঁড়িয়ে দেওয়া জঙ্গি ঘাঁটি নতুন করে জেগে উঠেছে। সীমান্তে গোলাগুলি বর্ষণ করে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক সেনা। কিন্তু ভারতীয় সেনার দাপটে সেটা করা সম্ভব হচ্ছে না। সেকারণে কাশ্মীর সীমান্তে পথ না পেয়ে পাঞ্জাব এবং গুজরাট সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

English summary
Terrorists would try to launch an attack on the Indian security installations in Panjab-Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X