For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারি সারি লঞ্চ প্যাড সাজিয়ে বসেছে জঙ্গিরা, এলওসি নিয়ে শঙ্কার খবর জানালেন কাশ্মীরের সেনা কমান্ডার

সারি সারি লঞ্চ প্যাড সাজিয়ে বসেছে জঙ্গিরা, এলওসি নিয়ে শঙ্কার খবর জানালেন কাশ্মীরের সেনা কমান্ডার

Google Oneindia Bengali News

লাদাখে চিন পিছু হঠলেও কাশ্মীরে উঁকি দিচ্ছে আরও এক বিপদ। সেখানে এলওসি বরাবর লঞ্চ প্যাড তৈরি করে ফেলেছে জঙ্গিরা। প্রায় ২৫০ থেকে ৩০০ জঙ্গি দখল নিয়ে আছে লঞ্চপ্যাডগুলির। কাশ্মীরের বারামুলা ডিভিশনের মেজর জেনারেল বিজেন্দ্র ভাট এমনই চাঞ্চল্যকর খবর দিয়েছেন।

সীমান্তে সংক্রিয় জঙ্গিরা

সীমান্তে সংক্রিয় জঙ্গিরা

চিন সরতেই সীমান্তে তৎপরতা শুরু করে দিয়েছে পাক জঙ্গিরা। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর লঞ্চপ্যাডগুলি ফের সক্রিয় হয়ে উঠেছে। প্রায় ২৫০ থেকে ৩০০ জঙ্গি দখল করে রয়েছে লঞ্চ প্যাডগুলি। কাশ্মীরের শীর্ষ সেনা অফিসার এমনই উদ্বেগের খবর শুনিয়েছেন।

নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্দেহজনক গতিবিধি

নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্দেহজনক গতিবিধি

নিয়ন্ত্রণ রেখার বরাবর পাকিস্তানে গত কয়েকদিন ধরেই সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। তারপরেই তৎপর হয় সেনাবাহিনী। নানা ভাবে জঙ্গিরা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে। একাধিকবার সেনাবাহিনী জঙ্গিদের অনুপ্রবেশের েচষ্টা ব্যর্থ করেছে। জঙ্গিদের সঙ্গে গুলিবিময় চলেছে। সেনাবাহিনী একে-৪৭ সহ একাধিক অস্ত্র উদ্ধার করেছে।

 লাদাখে অস্থিরতার সুযোগ

লাদাখে অস্থিরতার সুযোগ

লাদাখে অস্থিরতা সুযোগ যে পাকিস্তান নেবে তা নিয়ে আগেই সতর্ক করেছিলেন জম্মু ও কাশ্মীর পুলিসের প্রধান দিলবাগ সিং। তিনি জানিয়েছিলেন কাশ্মীরে জঙ্গিরা অনুপ্রবেশ করার চেষ্টা চালাবে। লাদখের অস্থিরতার সুযোগে গিলগিট এবং বালটিস্তানেও সেনা বাড়িয়েছিল পাকিস্তান।

লাদাখে অস্থিরতা

লাদাখে অস্থিরতা

লাদাখে চিনা বাহিনীর আস্ফালনে ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। এই নিয়ে দীর্ঘ এক মাস ধরে চিনের সঙ্গে টানাপোড়েন চলছে ভারতের। চাপে পড়ে গালওয়ান উপত্যকা থেকে সেনা সরাতে বাধ্য হয়েছে চিন। চলছে পিছু হঠার প্রক্রিয়া।

English summary
Terrorists made launch pads along side LoC says Kashmir top Army Comander
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X