For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাধারণ মানুষকে টার্গেট জঙ্গিদের! ভিন রাজ্য থেকে যাওয়া দুই ব্যবসায়ীকে হত্যা করল জঙ্গিরা

দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে কাশ্মীর। সকাল থেকে সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত ছিল জম্মু-কাশ্মীর। বেশ কয়েকজন জঙ্গিকেও নিকেশ করে সেনাবাহিনী। আর এরপরেই ফের একবার গুলির শব্দে কেঁপে উঠল উপত্যকা। শনিবার সন্ধ্যায় ফের একবার সাধারণ মা

  • |
Google Oneindia Bengali News

দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে কাশ্মীর। সকাল থেকে সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত ছিল জম্মু-কাশ্মীর। বেশ কয়েকজন জঙ্গিকেও নিকেশ করে সেনাবাহিনী। আর এরপরেই ফের একবার গুলির শব্দে কেঁপে উঠল উপত্যকা। শনিবার সন্ধ্যায় ফের একবার সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা।

আরও একবার সাধারণ মানুষকে টার্গেট জঙ্গিদের

এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের ইদ গাহ এলাকাতে। জানা যাচ্ছে, বেশ কয়েকজন জঙ্গি ঘটনাস্থলে আসে আর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুজনের। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

ইতিমধ্যে মৃত দুজনের পরিচয় জানা গিয়েছে। দুজনের কেঊই কাশ্মীরের বাসিন্দা নয়। একজনের নাম অরবিন্দ কুমার শাহ। ইনি বিহার থেকে সেখানে গিয়ে ব্যবসা শুরু করেছিল। আরও একজনের নাম সাগর আহমেদ। ইনিও উত্তরপ্রদেশ থেকে গিয়ে সেখানে ব্যবসা শুরু করেছিল। এই ঘটনার পরেই বিশাল সেনাবাহিনী গোটা এলাকা কর্ডন করে ফেলেছে।

ঘটনার পরেই এলাকা থেকে দ্রুত পালিয়ে যায় জঙ্গিরা। তাঁদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী। বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে তল্লাশি অভিযান ।

কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, জঙ্গিরা দুজন ব্যবসায়ীকে টার্গেট করেই এই গুলি চালায়। তাঁরা দুজনেই কেউ স্থানীয় শ্রমিক নয়। শুধু তাই নয়, পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, সাগর আহমেদ উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা। জঙ্গিদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হয় সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে পুলিশের তরফে জানানো হয়েছে যে, ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিস্তারিত আরও পড়ে জানানো হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র কড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে কাশ্মীরে।

গত কয়েকমাসে একাধিক সাধারণ মানুষকে খুন করেছে জঙ্গিরা। গত একমাসেরও কম সময়ের মধ্যে জঙ্গিদের হাতে চারজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। যা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে। শুধু তাই নয়, এই অবস্থা সামলা দেওয়াটাও এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ সেনাবাহিনীর কাছে।

যদিও শনিবার কাশ্মীরের পুলওয়ামায় তল্লাশি চালিয়ে শীর্ষ লস্কর জঙ্গি কমান্ডার উমর মুস্তাক খান্দেকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল থেকেই এনকাউন্টার চলছিল এলাকায়। সেনা-জঙ্গি সংঘর্ষ চলাকালীনই গ্রেফতার করা হয় তাঁকে। সূত্রের খবর নিরাপত্তা রক্ষীদের তালিকায় যে ১০ শীর্ষ জঙ্গির নাম রয়েছে তার মধ্যে উমর মুস্তাক একজন।

অন্যদিকে আরও একটি এনকাউন্টারে বেশ কয়েকজন জঙ্গিকে খতম করার খবরো সামণে এসেছে।

English summary
Terrorists fired upon 2 non-local labourers in kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X