For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সংকটকালে রক্তক্ষয়ী জঙ্গি হানা শ্রীনগরে ! শহিদ ২ জওয়ান

ভারতের সংকটকালে রুদ্ধশ্বাস জঙ্গি হানা শ্রীনগরে ! শহিদ ২ জওয়ান

  • |
Google Oneindia Bengali News

এদিন সকালেও কাশ্মীর সীমান্তে দেখা গিয়েছে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। এবার সেই পাকিস্তান আশ্রিত জঙ্গিদের বড়সড় হামলা দেখা দিল কাশ্মীরে।

 বিএসএফ এ জঙ্গি হানা

বিএসএফ এ জঙ্গি হানা

এদিকে, বিএসএফ এর একটি পার্টিতে জঙ্গি হানা হয়েছে শ্রীনগরে। এমনই খবর দিয়েছে সংবাদসংস্থা এএনআই। জানা গিয়েছে এখনও পর্যন্ত বিএসএফ এর ২ জওয়ান আহত। পরে পরে জানা যায় ঘটনায় ২ জওয়ান শহিদ হয়েছেন।

 কাশ্মীরে নয়া জঙ্গি শিবির

কাশ্মীরে নয়া জঙ্গি শিবির

এর আগেই কাশ্মীরে রেজিসটেন্স ফোর্স নামে একটি সংগঠন সন্ত্রাসের আঁতুর ঘর হয়ে যায় বলে খবর । সন্ত্রাসবাদী এই কাশ্মীরি সংগঠন লস্করের থেকে সাহায্য পাচ্ছে বলে খবর। এদিকে, আজকের ঘটনার প্রেক্ষিতে সেই সংগঠনের হাত রয়েছে কী না তা নিয়ে চলছে বিস্তর জল্পনা।

 হিজবুলকে ঘিরে সন্দেহ

হিজবুলকে ঘিরে সন্দেহ

সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদ্দিনের কমান্ডার রিয়াজের মৃত্যু হয়েছে কয়েকদিন আগে। রিয়াজের এনকাউন্টারের পর গাজি কাশ্মীরে হিজবুল সংগঠনের দায়িত্ব নেয়। ২০ মে কাশ্মীরের রুদ্ধশ্বাস জঙ্গি হানায় এই সংগঠনের হাত রয়েছে কী না , তা নিয়েও বেশ সন্দেহ দানা বাঁধছে।

করোনার লকডাউনের সুযোগে নাশকতার ছক

করোনার লকডাউনের সুযোগে নাশকতার ছক

এর আগে, ভারতে নাশকতার ছক কষে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবি। তার জন্য তারা হাত মিলিয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে। এখন পাকিস্তানেই রয়েছে দাউদ। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের বাড়ির কাছেই দাউদের বাড়ি। গোয়েন্দারা জানতে পেরেছেন, সেখানে পাক গুপ্তচর সংস্থার কয়েকজনের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে দাউদকে। সেই বৈঠকে ছিল লস্করের বেশ কয়েকজন নেতাও।

কলকাতায় ঢুকল আম্ফান, তীব্র তাণ্ডবে প্রাণ ভয়ে ছুটছেন বাসিন্দারা, ১৩০-১৪০ কিলোমিটার বেগে বইছে ঝড়কলকাতায় ঢুকল আম্ফান, তীব্র তাণ্ডবে প্রাণ ভয়ে ছুটছেন বাসিন্দারা, ১৩০-১৪০ কিলোমিটার বেগে বইছে ঝড়

English summary
Terrorist attack in srinagar BSF Camp amid Corona situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X