For Quick Alerts
For Daily Alerts
ছেলেদের সঙ্গে 'বেশি' মেলামেশা নিয়ে সন্দেহ, মেয়ের সঙ্গে এই কাণ্ড ঘটাল বাবা
ছেলেদের সঙ্গে বেশি মেলামেশা করছে মেয়ে, শুধুমাত্র এই সন্দেহের বশবর্তী হয়েই নিজের ১৩ বছরের সন্তানকে খুন করল বাবা-মা। এমনই অভিযোগ উঠছে তেলাঙ্গানার নালগোন্ডার এক দম্পতির বিরুদ্ধে।

মেয়ের হত্যা যাতে আত্মহত্যা মনে হয় , তার জন্য মেয়েকে গলায় ফআস দিয়ে খুন করে গায়ে আগুন লাগাবারও চেষ্টা করে ওএই দম্পতি। পুলিশসূত্রে জানানো হয়েছে এমনই তথ্য। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে গেলে প্রাথমিক তদন্তে উদ্ধার হয় এই সমস্ত তথ্য।
জানা গিয়েছে ,একদিন স্কুলে মেয়েকে তার পুরুষ শিক্ষকের সঙ্গে দেখতে পায় অভিযুক্ত বাবা নরসিমহা। এরপরই মেয়েকে ছেলেদের সঙ্গে মেলামেশা নিয়ে সতর্ক করে সে। মেয়ে গোটা ঘটনাটি নাকচ করলে তাকে মারধর করতে থাকে বাবা নরসিমহা। এরপরই রাগের মাথায়, মেয়েকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে সে। পুলিশি তদন্তে মিলিছে এমনই অভিযোগ।