For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ডেপুটি' হিসাবে শপথ নিয়েই অষ্টমবারের মুখ্যমন্ত্রী নীতীশের পা ছুঁলেন তেজস্বী

দীর্ঘ পাঁচ বছর পর রাজনীতিতে ফের একসঙ্গে 'চাচা-ভাতিজা'! মঙ্গলবারই বিজেপি জোটের মুখ্যন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। ইস্তফার ২৪ ঘন্টার মধ্যেই আরও একবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। অষ্টমবারের জন্য

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ পাঁচ বছর পর রাজনীতিতে ফের একসঙ্গে 'চাচা-ভাতিজা'! মঙ্গলবারই বিজেপি জোটের মুখ্যন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। ইস্তফার ২৪ ঘন্টার মধ্যেই আরও একবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। অষ্টমবারের জন্যে একেবারে রেকর্ড গড়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন।

তাঁর ডেপুটি অর্থাৎ উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তেজস্বী যাদব। আর তা নিয়েই ফের বিহারের মসনদে একবার ফিরল মহাজোট। তবে এদিন শপথ নেওয়ার পরেই চাচা নীতীশ কুমারের পায়ে হাত দিয়ে প্রনাম করে আশীর্বাদ নিতে দেখা যায় তেজস্বীকে।

শপথ নেওয়ার পরেই নীতীশ কুমার বলেন...

শপথ নেওয়ার পরেই নীতীশ কুমার বলেন...

শপথ নেওয়ার পরেই নীতীশ কুমার বলেন, বিজেপির সঙ্গ ত্যাগের সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে। তাদের সঙ্গে সরকার চালানো মুশকিল হয়ে পড়ছিল বলেও দাবি মুখ্যমন্ত্রীর। তবে আগামীদিনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে লড়বেন কিনা তা জিজ্ঞেস করা হলে নীতীশ বলেন, কোনও পদের জন্যে লড়াই করছি না। তবে বিরোধী দলকে ২৪ এর আগেই একজোট হওয়ার বার্তা দেন বিহারের মুখ্যমন্ত্রী।

খুশি গোটা পরিবার

খুশি গোটা পরিবার

অন্যদিকে ফের বিহারের উপ মুখ্যমন্ত্রী পদে লালুপ্রসাদ পুত্র। খুশি গোটা পরিবার। উপ মুখ্যমন্ত্রীর পদে তেজস্বীর শপথ নেওয়ার পরেই সবাইকে ধন্যবাদ জানান তাঁর স্ত্রী। অন্যদিকে মা রাবরী দেবী বলেন, আমি খুবই খুশি। সবাইকে ধন্যবাদ জানিয়ে লালুপত্নী জানান, বিহারের মানুষের জন্যে এই সিদ্ধান্ত সঠিক। অন্যদিকে ভাই তেজ প্রতাপ যাদব বলেন, আমরা ক্ষমতায় ফিরেছি মানুষের কাজের জন্যে। যদিও উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে তেমন কোনও মন্তব্য করেনি। তবে এদিন তেজস্বী যাদবের পরিবারের তরফে সবাই উপস্থিত ছিলেন।

খুব শীঘ্রই মন্ত্রিসভা গঠন

খুব শীঘ্রই মন্ত্রিসভা গঠন

মন্ত্রিসভায় অন্য দলগুলির তরফে ক়ত জন মন্ত্রী হতে পারেন, কারা কারা মন্ত্রী হতে পারেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী পদে নীতীশ এবং তেজস্বী আজ বুধবার একটি বৈঠকে বসতে পারেন বলে জানা যাচ্ছে। সেখানেই মন্ত্রিসভা গঠন করা নিয়ে আলোচনা করা হতে পারে বলে জানা যাচ্ছে। সব দলের বিধায়কদের নিয়েই মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানা যাচ্ছে। তবে আরজেডি অর্থাৎ লালু প্রসাদ দলের থেকে সবথেকে বেশি মন্ত্রী হতে পারে বলে জল্পনা। এরপর নীতীশের দল থেকে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।

কে কোন দফতর পেতে পারে

কে কোন দফতর পেতে পারে

এই বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়। তবে অর্থ দফতরের দায়িত্ব তেজস্বীর হাতেই থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সন্ধ্যাতেই মন্ত্রীদের নামের তালিকা জোটের তরফে জানানো হতে পারে বলে জানানো হয়েছে। তবে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন বিহারের রাজভবনের বাইরে খুশিতে মেতে উঠতে দেখা যায় নেতা কর্মীদের।

শ্রীকান্ত বিজেপির সদস্য ছিলেন! যোগীজি শুনতে পাচ্ছেন...সুর চড়ালেন অনু ত্যাগীশ্রীকান্ত বিজেপির সদস্য ছিলেন! যোগীজি শুনতে পাচ্ছেন...সুর চড়ালেন অনু ত্যাগী

English summary
Tejaswi Yadav touches feet of Nitish Kumar aftre they took oath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X