For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন লালুপুত্র তেজস্বী যাদব

বিহারে আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন লালুপুত্র তেজস্বী যাদব

  • |
Google Oneindia Bengali News

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে আরজেডির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন তেজস্বী যাদব। মঙ্গলবার একটি বিবৃতিতে একথা জানিয়েছে রাষ্ট্রীয় জনতা দল। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার পরাজিত করাতে তেজস্বী যাদবকেই লালুপ্রসাদের উত্তরাধিকারী হিসাবে বেছে নিয়েছে আরজেডি।

বিহারে আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন লালুপুত্র তেজস্বী যাদব

সূত্রের খবর, মঙ্গলবার আরজেডির জাতীয় কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবটি পাস হয়। প্রথমবারের জন্য আরজেডির এই বৈঠকটি দলের প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদবকে ছাড়াই করতে হয়। বর্তামানে পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব কারাবাসে রয়েছেন।

বর্তমানে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে সমমনস্ক সমস্ত দল গুলির কাছে জোটের আহ্বান করতে দেখা যায় আরজেডিকে। আরজেডির প্রকাশ্য অধিবেশনে এদিন লালুপ্রসাদের দুই পুত্র তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদবকে উপস্থিত থাকতে দেখা যায়। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা চারবছর আগে তারা রাজনীতিতে প্রবেশ করলেও এতদিন পর্যন্ত কোনও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়নি।

ওই বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় এলজেডি নেতা শরদ যাদবকে। এক সময়ের জেডিইউ ঘনিষ্ঠ শরদ যাদব নিতীশ কুমারের সঙ্গে সম্পর্কের অবনতির পর লোকতান্ত্রিক জনতা দলের প্রতিষ্ঠা করতে দেখা যায়। পাশাপাশি শারীরিক অসুস্থতার জন্য লালুপ্রসাদের স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবরী দেবী এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি বলে জানা যায়। পাশাপাশি রাজ্যসভার সাংসদ তথা লালু কন্যা মিশা ভারতীও এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

মার্চের পর থেকে পেঁয়াজের দাম ৪০০ শতাংশ বেড়েছেমার্চের পর থেকে পেঁয়াজের দাম ৪০০ শতাংশ বেড়েছে

English summary
tejaswi yadav is the chief minister candidate of rjd in bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X