For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত ১০-ই ডিসেম্বর ইন্ডিগোর emergency door খুলে ফেলেছিলেন তেজস্বীই! তদন্তে DGCA

মাঝ আকাশে এমারজেন্সি এক্সিট (emergency door) খুলে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ এক যাত্রীর বিরুদ্ধে। আর তা সামনে আসতেই নড়েচড়ে বসেছে Directorate General Of Civil Aviation। ইতিমধ্যে এই ঘটনারয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জ

  • |
Google Oneindia Bengali News

মাঝ আকাশে এমারজেন্সি এক্সিট (emergency door) খুলে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ এক যাত্রীর বিরুদ্ধে। আর তা সামনে আসতেই নড়েচড়ে বসেছে Directorate General Of Civil Aviation। ইতিমধ্যে এই ঘটনারয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে গত বছর ১০ ডিসেম্বর।

গত ১০-ই ডিসেম্বর ইন্ডিগোর emergency door খুলে ফেলেন তেজস্বী

চেন্নাই থেকে তিরুচিরাপল্লি যাচ্ছিল ইন্ডিগোর একটি বিমান। আর সেই বিমানে থাকা এক যাত্রী এই কীর্তি ঘটান বলে জানা যাচ্ছে।

তবে এই ঘটনায় সামনে আসছে বিজেপি নেতা তেজস্বী সূর্য নাম। যিনি কিনা বিজেপির যুব মোর্চার জাতীয় সভাপতি। আর এরপরেই কড়া ভাষায় তৃণমূলের তরফে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের তরফে করা এক টুইটে করা ভাষায় আক্রমণ করা হয়েছে। যেখানে বলা হয়েছে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বিজেপি সাংসদ। তাঁর কারণে বহু মানুষের প্রাণনাশের আশঙ্কা ছিল বলেও দাবি করা হয়েছে ওই টুইটে। যদিও Directorate General Of Civil Aviation-এর তরফে কোনও যাত্রীর নাম প্রকাশ করা হয়নি।

তবে এক ব্যক্তিকে কোট করে একাধিক সংবাদমাধ্যমের দাবি, ওই যাত্রী তেজস্বী সূর্যই। তাঁর সঙ্গে ছিলেন তামিলনাড়ুর বিজেপি প্রেসিডেন্ট কে আন্নামালাই। জানা যাচ্ছে, ইন্ডিগো 6E-7339-এর বিমানটি যখন টেকঅফ করছিল সেই সময়েই নাকি তেজস্বী emergency door-টি খুলে ফেলেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

তবে তাঁর হাতের চাপেই এই ঘটনা ঘটেছে বলেও দাবি সংবাদমাধ্যমের। তবে এই ঘটনার পরেই বিমানটিকে ফের ফিরিয়ে নিয়ে আসা হয়। দরজাগুলি সমস্ত পরীক্ষা করেই ফের রওনা হয় বলে খবর। তবে এর ফলে দীর্ঘক্ষণ দেরি হয়ে যায় বিমানটির গন্তব্যে পৌঁছতে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরে এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এমনকি বিমানবন্দরে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে দেওয়ার মতো ঘটনা সামনে আসে। শুধু তাই নয়, সম্প্রতি একটি বিমানে যাত্রীদের মধ্যে বযাপক হাতাহাতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

আর এর মধ্যেই এবার জরুরি ব্যবহারের জন্য রাখা দরজা খুলে ফেলার অভিযোগ। তাও আবার কিনা এক বিজেপি যুব নেতার বিরুদ্ধে। যদিও বড়সড় কোনও দুর্ঘটনা এর ফলে ঘটেনি। তবে বারবার কোনও কোন ঘটনায় বিতর্কে একাধিক বিমান সংস্থা। সেখানে দাঁড়িয়ে আকাশ পথে কতটা সুরক্ষিত যাত্রী পরিষেবা? উঠছে প্রশ্ন।

যদিও Directorate General Of Civil Aviation গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে গোটা ঘটনার তথ্য ইন্ডিগোর কাছ তলব করা হয়েছে বলে খবর। সেখানে দাঁড়িয়ে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই নজর সবার।

English summary
tejasvi surya opened emergency door of Indigo on 10th December, DGCA starts investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X