For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম যাত্রাতেই বিতর্কে তেজস, চুরি গেল হেডফোন, ভাঙল জানলার কাঁচ

রেল সফর শেষ হতেই, এই এক্সপ্রেস ট্রেনটির একের পর এক জিনিস চুরি হওয়ার ঘটনা সামনে আসে।

Google Oneindia Bengali News

ধুমধাম করে সোমবার শুরু হয়েছিল ভারতীয় রেলের অন্যতম গর্ব তেজস এক্সপ্রেসের যাত্রা। আর যাত্রা শুরুর পরই উঠে এল ,এই রেল সফরের বেশ কিছু নেতিবাচক ছবি। বিমানের বিলাসের ধাঁচে তৈরি হওয়া এই ট্রেনের যাত্রাপথ মুম্বই থেকে গোয়া পর্যন্ত। কিন্তু রেল সফর শেষ হতেই , এই এক্সপ্রেস ট্রেনটির একের পর এক জিনিস চুরি হওয়ার ঘটনার পাশপাশি , দেখা যায়, ভাঙা রয়েছে ট্রেনটির জানলার কাঁচও।

কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু যাত্রীদের ট্রেনটির উন্নতমানের পরিষেবা দিয়ে যতটা গর্বিত ছিলেন, সেই যাত্রীদেরই বেশ কিছু নেতিবাচক আচরণের খবরে তাঁর কী প্রতিক্রিয়া হতে পারে তা জানা নেই! তবে রেলকর্মীদের অভিযোগ, তেজস এক্সপ্রেসে নিজের আসনে বসে টিভি দেখার জন্য প্রত্যেককে একটি করে হেডফোন দেওয়া হয়। কিন্তু প্রথমদিনের রেল সফর শেষ হতেই , দেখা গিয়েছে অনেক কটি হেডফোন আর যাত্রীদের থেকে ফেরত পাননি রেল কর্মীরা। এছাড়াও প্রথমদিনের সফর শেষে দেখা যায়, ট্রেনের এলসিডি মনিটারগুলিতেও আঁচর কাটা রয়েছে।

প্রথম যাত্রাতেই বিতর্কে তেজস, চুরি গেল হেডফোন, ভাঙল জানলার কাঁচ

এদিকে, তেজস এক্সপ্রেসের পরের সফরটিতে ,যখন যাত্রীরা হেড ফোন চান রেল কর্মীদের কাছ থেকে, তখন হেডফোন কম থাকায় তা যাত্রীদের দিয়ে উঠতে পারেননি তাঁরা। এতে বহু যাত্রীই ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে ট্রেনের ওয়াই ফাই-ও ঠিকঠাক কাজ করছেনা বলে অনেকে যাত্রীই অভিযোগ করেছেন।

এছাড়াও কিছুদিন আগে খবর আসে, সোমবারের যাত্রার আগে থেকেই তেজস এক্সপ্রেসের জানলার কাঁচ ভাঙা ছিল। যাত্রা শুরু আগে থেকে সফরকাল পর্যন্ত একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগে , মুম্বই থেকে গোয়া সফরকারী তেজসের গর্বের যাত্রায় কিছুটা হলেও কালি তো লেগেইছে।

English summary
The Mumbai-Goa Tejas Superfast Express' maiden run on Monday has left Railway Minister Suresh Prabhu understandably chuffed. What Prabhu probably doesn't know, and what has left the railway officials visibly sheepish, is the railway staff reporting that several headphones were stolen from the train during its very first journey. The impact of the thefts is such that on Wednesday - during the train's journey from Goa to Mumbai - a few passengers complained that they were not provided headphones.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X