For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি জমানায় পেট্রোল-ডিজেল বিক্রি থেকে কর সংগ্রহের পরিমাণ বেড়েছে ৪৫৯ শতাংশ!

Google Oneindia Bengali News

গত ৭ বছরে জ্বালানি থেকে সংগ্রহ করার পরিমাণ বেড়েছে ৪৫৯ শতাংশ। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষে ২.৩৭ লক্ষ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। সেই একই সময়কালে ২০২০-২১ অর্থবর্ষে কেন্দ্রের ঝুলিতে যায় ৩.০১ লক্ষ কোটি টাকা। উল্লেখ্য, সোমবার একটি প্রশ্নের প্রেক্ষিতে লোকসভায় এই সংক্রান্ত তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

জ্বালানি বিক্রি থেকে কেন্দ্রের আয় বেড়েছে ৪৫৯ শতাংশ

জ্বালানি বিক্রি থেকে কেন্দ্রের আয় বেড়েছে ৪৫৯ শতাংশ

জ্বালানি তেলের খুচরো বিক্রি থেকে গত সাত বছরে কেন্দ্রের আয় বেড়েছে ৪৫৯ শতাংশ। তাছাড়া এলপিজি সিলিন্ডারের দাম দুই গুণ বেড়েছে এই সাত বছরে। ২০১৪ সালের ১ মার্চ ১৪.১ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০.৫ টাকা। দিল্লিতে বর্তমানে ১৪.১ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮১৯ টাকা। উল্লেখ্য, গত কয়েক মাসের ব্যবধানেই গ্যাসের সিলিন্ডারের দাম ৬৯৪ থেকে বেড়ে ৮১৯-এ গিয়ে দাঁড়ায়।

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে কোণঠাসা কেন্দ্র

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে কোণঠাসা কেন্দ্র

এদিন সংসদে রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধী পক্ষ কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে। কেন্দ্রকে এই ইস্যুতে কোণঠাসা করা হলে সরকারের পক্ষ থেকে অবশেষে লিখিত জবাব দেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানেই জানান, দেশে পেট্রল-ডিজেলের দাম এখন সর্বকালীন রেকর্ড উচ্চতায়। ২০১৩ সালে ওই দুই জ্বালানি থেকে সরকারের ৫২,৫৩৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসের শেষে সেই রাজস্ব আদায় বেড়ে হয়েছে ২.৯৪ লক্ষ কোটি টাকা।

কেরোসিনে ভর্তুকি তুলে দিয়েছে কেন্দ্র

কেরোসিনে ভর্তুকি তুলে দিয়েছে কেন্দ্র

এদিকে রেশন ব্যবস্থার মাধ্যমে দেওয়া কেরোসিনের দামও লিটার প্রতি ১৪.৯৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫.৩৫ টাকা। দফায় দফায় দাম বাড়িয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রান্নার গ্যাস এবং রেশনের মাধ্যমে দেওয়া কেরোসিনে ভর্তুকি তুলে দিয়েছে।

English summary
Tax collected from Petrol Diesel retail sale rose 459 percent in last 7 years, said Dharmendra Pradhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X