For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রেডিমেড সন্তান কেমন লাগে?', সারোগেসি নিয়ে তসলিমার মন্তব্যে বিতর্কের ঝড়

রেডিমেট সন্তান পেলে কি সন্তান জন্ম দেওয়ার মতোই অনুভূতি হয়? প্রিয়াঙ্কা চোপড়া সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার ঘোষণার পর এমনটাই বললেন লেখিকা তসলিমা নাসরিন। বর্তমানে যখন নানা কারণে সারোগেসির প্রবণতা বেড়েছে, তখন লেখিকার এই

  • |
Google Oneindia Bengali News

রেডিমেড সন্তান পেলে কি সন্তান জন্ম দেওয়ার মতোই অনুভূতি হয়? প্রিয়াঙ্কা চোপড়া সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার ঘোষণার পর এমনটাই বললেন লেখিকা তসলিমা নাসরিন। বর্তমানে যখন নানা কারণে সারোগেসির প্রবণতা বেড়েছে, তখন লেখিকার এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সারোগেসি নিয়ে তসলিমার মন্তব্যে বিতর্কের ঝড়

শারীরিক সমস্যা থাকলে বা আরও নানা বাধার ক্ষেত্রে অনেকেই সারোগেসিকে বেছে নিচ্ছেন। আর সেই পদ্ধতিতে মা হলে, কী অনুভূতি হয়, সেই প্রশ্নই তুলে দিলেন তসলিমা।

শুক্রবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর জানান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে সন্তানের জন্মের কথা জানিয়েছেন সেলেব দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এই ঘোষণার পর সারোগেসির পক্ষে বা বিপক্ষে নানা আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সমর্থন করেছেন এই পদ্ধতিকে। আবার কেউ কেউ বলেছেন একজন মা কী ভাবে সন্তানকে আনবেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।

এই প্রসঙ্গে টুইটে তসলিমা লিখেছেন, দুনিয়ায় দরিদ্র মানুষ আছেন বলেই সারোগেসি সম্ভব। এই কারণেই ধনী ব্যক্তিরা চান, সবসময় পৃথিবীতে দারিদ্র্য থাকুক। তাঁর কথায়, কোনও সন্তানকে বড় করতে চাইলে কাউকে দত্তক নেওয়া যেতে পারে।

অপর একটি টুইটে তিনি লিখেছেন, একজন মা যখন রেডিমেড সন্তান পান, তখন তাঁর কী রকম অনুভূতি হয়? একজন মা নিজে যখন সন্তানের জন্ম দেন, অনুভূতিটা সেরকমই হয়? তসলিমার এই টুইটের বিরোধিতা করেছেন অনেকেই। কেউ কেউ বলেছেন, বেশির ভাগ ক্ষেত্রেই সারোগেসি তখনই বেছে নেওয়া হয়, যখন শারীরিক কোনও সমস্যা থাকে।

সাম্প্রতিককালে বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীই এই পদ্ধতি বেছে নিয়েছেন। শাহরুখ খান, সানি লিওন, প্রীতি জিন্টা, শিল্পা শেট্টি, তুষার কাপুরের মতো অনেকেই এই পদ্ধতির আশ্রয় নিয়েই অভিভাবকত্ব পেয়েছেন। সাথারণত, কোনও মহিলার ডিম্বানু ও পুরুষের শুক্রানু তৃতীয় কোনও মহিলার শরীরে স্থাপন করা হয়। সেই গর্ভেই বেড়ে ওঠে শিশু।

English summary
Taslima Nasreen asks whether surrogacy gives the same feeling? after Priyanka Chopra's announcement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X