For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদ্রোহী Ex মুখ্যমন্ত্রী ও বাজপেয়ী জমানার মন্ত্রী! বিজেপি সরকারের নিন্দা, বিলকিস মামলায় দোষীদের ফাঁসির দাবি

বিদ্রোহী Ex মুখ্যমন্ত্রী ও বাজপেয়ী জমানার মন্ত্রী! বিজেপি সরকারের নিন্দা, বিলকিস মামলায় দোষীদের ফাঁসির দাবি

  • |
Google Oneindia Bengali News

বিলকিস বানোর (Billis Bano) গণধর্ষণ এবং পরিবারের ৭ সদস্যের হত্যার ঘটনায় অপরাধীদের মুক্তির ঘটনায় সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তবে এব্যাপারে বিজেপির তরফে নীরবতা বজায় রাখা হয়েছে। সেই পরিস্থিতিতে মুখ খুললেন হিমাচল প্রদেশের প্রাক্তন বিজেপি (BJP) মুখ্যমন্ত্রী (CHief Minister) শান্তা কুমার (Shanta Kumar)। তিনি এব্যাপারে গুজরাতের (Gujarat) বিজেপি সরকারকে নিশানা করেছেন।

লজ্জায় মাথা নত

লজ্জায় মাথা নত

বাজপেয়ী সরকারের প্রাক্তন মন্ত্রী শান্তা কুমার বলেছেন, দণ্ডপ্রাপ্তদের মুক্তির কথা শুনে লজ্জায় তিনি মাথা নত করছেন। তিনি বিলকিস বানো ধর্ষণ এবং পরিবারের সদস্যদের হ্ত্যার ঘটনাকে ইতিহাসের অন্যতম বর্বর ঘটনা বলে উল্লেখ করেছেন। গুজরাত সরকারকে নিশানা করে তাঁর প্রশ্ন কোনও
সরকার কীভাবে এই ধরনের অনুমতি দিতে পারে। তিনি বলেছেন, গুজরাত সরকারের উচিত তাদের সিদ্ধান্ত প্রত্যাদার করা। তিনি আরও বলেছেন, মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের ফাঁসি দেওয়া উচিত। দেশের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী পালনের বছরে এই ঘটনাকে লজ্জাজনক বলে বর্ণনা করেছেন তিনি।

যোগাযোগ করবেন মোদীর সঙ্গে

যোগাযোগ করবেন মোদীর সঙ্গে

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শান্তা কুমার বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দোষীদের মুক্তি দেওয়ার বিরোধিতা করে কথা বলবেন।

প্রসঙ্গত স্বাধীনতা দিবসে, গুজরাতের ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বাধীন বিজেপি সরকার বিলকিস বানোর মামলায় অপরাধীদের ক্ষমা করে দেওয়ায় ১১ জনকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে।

দোষীদের ফাঁসির দাবি

দোষীদের ফাঁসির দাবি

শান্তা কুমার বলেছেন, যখন বিশেষ আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে, পরে উচ্চ আদালতও তাদের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করেছে, তা অর্থ এই যে জঘন্য অপরাধ ওইসব ব্যক্তিরাই করেছিল। এব্যাপারে তিনি বলেছেন, তিনি বিস্মিত হয়েছেন, এত জঘন্য অপরাধের পরেও কেন দোষী সাব্যস্তদের ফাঁসি দেওয়া হয়নি। গুজরাত সরকার তাদের মুক্তি দিয়েছে শুনে তিনি অবাক হয়েছেন। তিনি আরও বলেছেন, স্বাধীনতা উদযাপনের ৭৫ তম বছরে নারীদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধিও লজ্জাজনক।

 ২০০২ সালের ঘটনা

২০০২ সালের ঘটনা

২০০২ সালে গুজরাতে সাম্প্রদায়িক দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ করা হয় এবং পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়। সেই ঘটনায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। কিন্তু গুজরাতের বিধানসভা নির্বাচনের প্রায় এক বছরআগে দোষীদের শাস্তি মকুব করে মুক্তি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ১৭ অগাস্ট বিশ্ব গিন্দু পরিষদের অফিসে দোষীদের মালা পরিয়ে স্বাগত জানানো হয়। তারপরেই কংগ্রেস সহ অন্য বিরোধীদের তরফে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করা হয়েছে।

নীতীশের নেতৃত্বে বিহার বিধানসভায় আস্থা ভোটে বড় জয় 'মহাজোট' সরকারের নীতীশের নেতৃত্বে বিহার বিধানসভায় আস্থা ভোটে বড় জয় 'মহাজোট' সরকারের

English summary
Targeting Gujarat Govt Ex BJP CM Shanta Kumar denands execution of convicts in Bilkis case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X