For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবা-মা টিভিতে ডুবে যাওয়ার শিশুর উদ্ধার দেখতে ব্যস্ত! ততক্ষণে নিজের মেয়ের সঙ্গে ঘটল কোন কাণ্ড

ঘটনা তামিলনাড়ুর । যেখানে গত বেশ কয়েকদিন ধরে কুয়োয় পড়ে যাওয়া ছোট্ট বালক সুজিতের উদ্ধার ঘিরে তোলপাড় চলেছে। ৬০০ ফুট কুয়োর গর্তে আটকে থাকা সুজিতের শেষ পর্যন্ত কী ঘটে, তা নিয়ে ছিল কৌতূহল।

  • |
Google Oneindia Bengali News

ঘটনা তামিলনাড়ুর । যেখানে গত বেশ কয়েকদিন ধরে কুয়োয় পড়ে যাওয়া ছোট্ট বালক সুজিতের উদ্ধার ঘিরে তোলপাড় চলেছে। ৬০০ ফুট কুয়োর গর্তে আটকে থাকা সুজিতের শেষ পর্যন্ত কী ঘটে, তা নিয়ে ছিল কৌতূহল। আর তা দেখতেই টিভির পর্দায় নজর ছিল সকলের। সেরকমই তামিলনাড়ুর থুথুকুড়ির এক দম্পতিও টিভির পর্দায় নজর রেখেছিলেন সেদিন।

বাবা-মা টিভিতে ডুবে যাওয়ার শিশুর উদ্ধার দেখতে ব্যস্ত! ততক্ষণে নিজের মেয়ের সঙ্গে ঘটল কোন কাণ্ড

ঘটনার কেন্দ্রে রেবতী সঞ্জনা। তামিলনাড়ুর থুথুকুড়ির রেবতী সঞ্জনার মৃত্যু এক মর্মান্তিক পরিস্থিতি তুলে ধরেছে সুজিতের মৃত্যুর পরই। ৬০০ ফুট কুয়োর গভীরে যাওয়া সুজিতের মৃত্যু দেখতে যখন রেবতীর বাবা-মা ব্যস্ত টিভির পর্দায় চোখ রেখে, তখন ছোট্ট রেবতী বাড়ির বাথরুমে লড়েছে মৃত্যুর সঙ্গে। এরআগে, ছোট্ট রেবতী, গুটি গুটি পায়ে বাড়ির বাথরুমে গিয়ে জল নিয়ে খেলছিল। নিঃশব্দে যখন এই কাজ চলছে , তখন বাথরুমের তিন ফুট প্লাস্টিকের টাবে পড়ে যায় সে। এদিকে, ড্রইং রুমে রেবতীর বাবা মা তখন টিভির পর্দায় চোখ রেখে সুজিতের মৃতদেহ উদ্ধার দেখছিলেন।

এর খানিক বাদে যখন মেয়ের খোঁজে তাঁর বাবা-মা ঘরের এপ্রান্ত থেকে ও প্রান্ত দেখতে থাকেন,তখন দেখা যায়, বাথরুমের বাথটবে পড়ে রয়েছে জলে ডোবা রেবতীর নিথর দেহ। গোটা ঘটনার জেরে এরপর রেজিস্টার করা হয় একটি পুলিশ কেস।

English summary
TamilNadu ,Parents watch Sujith Wilson’s rescue operation on TV, girl drowns.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X