For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চরম ‌জলসঙ্কট তামিলনাড়ুতে, জল কিনতে বাড়ির আসবাব বেচছেন বাসিন্দারা

পাশের রাজ্য কেরলে যখন বরুণদেব ভর করেছেন তখন তামিলনাড়ুতে জলসঙ্কট চরমে পৌঁছেছে। চড়া দামে বিকোচ্ছে জল। এমনই কঠোর অবস্থা রাজ্যের যে জল কিনতে বাড়ির আসবাবপত্র পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন অনেকে।

Google Oneindia Bengali News

পাশের রাজ্য কেরলে যখন বরুণদেব ভর করেছেন তখন তামিলনাড়ুতে জলসঙ্কট চরমে পৌঁছেছে। চড়া দামে বিকোচ্ছে জল। এমনই কঠোর অবস্থা রাজ্যের যে জল কিনতে বাড়ির আসবাবপত্র পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন অনেকে।

চরম ‌জলসঙ্কট তামিলনাড়ুতে, জল কিনতে বাড়ির আসবাব বেচছেন বাসিন্দারা

প্রায় ৭০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে জলের ট্যাঙ্ক। টাকা দিলেও অপেক্ষা করতে হচ্ছে এক মাস। চেন্নাইয়ের বাসিন্দা এম সেশাদ্রি জানিয়েছেন জলের ট্যাঙ্কের অর্ডার দিয়েছিলেন গত ১৭ মে। এক মাস হয়ে গেলেও জলের ট্যাঙ্ক এসে পৌঁছয়নি তাঁর বাড়িতে। তার জন্য অন্তত পক্ষে ১০ বার শহরের জল সরবরাহ কেন্দ্রে ঘুরে এসেছেন তিনি।

গত বছরেও ঠিক এরকমও জলের সংকট দেখা দিয়েছিল চেন্নাইয়ে।

জলের জন্য রাজ্যের একাধিক তথ্য প্রযুক্তি দপ্তর কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। অফিস প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের একাধিক গেস্ট হাউস, হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে এই জলসংকটের কারণে। জল বাঁচাতে কাগজের থালায় খাওয়া দাওয়া করছেন শহরের বাসিন্দারা। পরিস্থিতি এতোটাই উদ্বেগজনক যে ৯০০০ লিটার জলের দাম ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। পাড়ার কুয়ো থেকে লটারি করে জল সরবরাহ করা হচ্ছে। সরকারি জল সরবরাহ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সেকারণে বাইরে থেকে জলের ট্যাঙ্ক অর্ডার করতে হচ্ছে বাসিন্দাদের। যার চড়া মূল্য দিতে ঘটি বাটি বিক্রি করতে হচ্ছে বাসিন্দাদের।

English summary
Tamil Nadu Water Crisis worsen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X