For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুক্তি পেয়েও মাসে দুবার জেলে যাবেন তলোয়ার দম্পতি, কেন জানেন

দাসনা জেলের অন্য়ান্য বন্দিদের দাঁতের সমস্যার জন্য প্রতি ১৫ দিন অন্তর একবার করে দাসনা জেলে তলোয়ার দম্পতি তাদের দেখে আসবেন

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

আরুষি হত্যামামলায় বেকসুর খালাস হলেও দাসনা জেলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করছেন না তলোয়ার দম্পতি। দাসনা জেলের অন্যান্য বন্দিদের দাঁতের সমস্যার জন্য প্রতি ১৫ দিন অন্তর একবার করে দাসনা জেলে ডেন্টিস্ট দম্পতি তাদের দেখে আসবেন বলে জেল কর্তৃপক্ষসূত্রে জানা গিয়েছে । সম্ভবত আগামিকালই মুক্তি পাচ্ছেন তলোয়ার দম্পতি।

মুক্তি পেয়েও মাসে দুবার জেলে যাবেন তলোয়ার দম্পতি, কেন জানেন

দাসনা জেলসূত্রে জানা গিয়েছে, জেল হাসপাতালে কার্যত অচল হয়ে পড়ে থাকা ডেন্টাল বিভাগকে পুনরায় চালু করিয়েছিলেন এই তলোয়ার দম্পতি। রাজেশ ও নুপূর তলোয়ার মুক্তি পেলে এই ডেন্টাল বিভাগ ফের চিকিৎসকের অভাবে বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা ছিল জেল চিকিৎসক সুনীল ত্যাগীর। কিন্তু তাঁর সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে তলোয়ার দম্পতিই ১৫ দিন একবার করে আসার আশ্বাস দিয়েছেন।

শুধুমাত্র বন্দিই নয়, তলোয়ার দম্পতি গত কয়েক বছরে জেলকর্মী, আধিকারিক ও তাঁদের পরিবারেরও চিকিৎসা করেছেন বলে জানিয়েছেন সুনীল ত্যাগী। ২০১৩ সালে তলোয়ার দম্পতি দাসনা জেলে বন্দি হয়ে আসার পর থেকেই জেল হাসপাতালের ডেন্টাল বিভাগের বেশ নাম- ডাক হয়েছে। বাইরে থেকেও বহু রোগী দাঁতের সমস্য়ায় তলোয়ার দম্পতির সঙ্গে আলোচনার আর্জি জানাতেন। তলোয়ার দম্পতি মুক্ত হলেও ডেন্টাল বিভাগের চাপ কমাতে গাজিয়াবাদের ডেন্টাল কলেজের সঙ্গে গাঁঠছড়া বেধেছে দাসনা জেল।

এদিকে পেশায় চক্ষু বিশেষজ্ঞ রাজেশ তলোয়ারের ভাই দীনেশ তলোয়ারও নিজের টিম নিয়ে ১৫ দিন অন্তর জেলবন্দিদের রুটিন চেকআপের কথা ঘোষণা করেছেন।

English summary
Rajesh and Nupur Talwar, the dentist couple will visit Dasna Jail after every 15 days for teeth related problems of inmates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X