For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামার বদলায় খুশির আমেজ, তুচ্ছ রাজনীতিকে দূরে সরিয়ে মোদী-রাহুলরা এক

পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলা কেড়েছিল ৪৪ জওয়ানের প্রাণ। ১২ দিন পর মাত্র ২০ মিনিটের অপারেশনে বায়ুসেনা নিশ্চিহ্ন করে দিল পাক অধিকৃত কাশ্মীরের তিন-তিনটি জঙ্গি ঘাঁটি।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলা কেড়েছিল ৪৪ জওয়ানের প্রাণ। ১২ দিন পর মাত্র ২০ মিনিটের অপারেশনে বায়ুসেনা নিশ্চিহ্ন করে দিল পাক অধিকৃত কাশ্মীরের তিন-তিনটি জঙ্গি ঘাঁটি। পাক অধিকৃত কাশ্মীরে মাসুদ আজহারের সাম্রাজ্য তছনছ করে প্রত্যাঘাত করল ভারত। আর প্রত্যাঘাতকে একযোগে সমর্থন জানাল দেশের সমস্ত রাজনৈতিক দল।

পুলওয়ামার বদলায় দেশে খুশির আমেজ, তুচ্ছ রাজনীতিকে দূরে সরিয়ে মোদী-রাহুলরা এক

মঙ্গলবার এই মর্মে সর্বদলীয় বৈঠকে দেশের সমস্ত রাজনৈতিক দলের ভূয়সী প্রশংসা করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, ভারত এক সুরে আওয়াজ তুলেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সেখানে কোনও বিরোধ নেই, ভেদাভেদ নেই। সবাই ভারতীয় সেনার প্রশংসা করেছে উচ্চৈস্বরে। এর থেকে বড় একতার ছবি আর কী হতে পারে! সরকারের ভূমিকাকে সকলে সমর্থন করেছে। আমি রাজনৈতিক দলগুলির এই ভূমিকায় খুশি।

এদিনের বৈঠকে, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, আমরা জঙ্গি ঘাঁটিতে হামলা করেছি। পুলওয়ামায় আমাদের সেনাদের শহিদ হতে হয়েছিল, তার জবাব দেওয়া হয়েছে। এই অভিযানের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেওর সঙ্গেও আমাদের কথা হয়েছে। তাঁকে আমরা অবগত করেছি।

[আরও পড়ুন: পাঁচতারা হোটেলকেও হারমানাবে জইশের গোপন ঘাঁটি, কী নেই এখানে! দেখুন ছবিতে ][আরও পড়ুন: পাঁচতারা হোটেলকেও হারমানাবে জইশের গোপন ঘাঁটি, কী নেই এখানে! দেখুন ছবিতে ]

উল্লেখ্য, এদিন ভারতীয় সেনার মূল টার্গেট ছিল মাসুদ আজহারের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। এই সেনা অভিযানে মাসুদ আজহারের দাদা ইব্রাহিম আজহার, ভাই তালহা সইফ, শ্যালক ইউসুফ আজহার, কাশ্মীরের জইশ প্রধান মুফতি আজহার খান কাশ্মীরি ও আর এক শীর্ষ নেতা মৌলানা ওম্মরকে খতম করা গিয়েছে। এই অপারেশনে মাসুদ আজহারের গড়ে তোলা সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে।

[আরও পড়ুন:মেট্রোয় সওয়ারি হয়ে মজলেন সেলফি প্রেমে, খুনশুটিতেও! ভিডিও-য় দেখুন অন্য মোদীকে][আরও পড়ুন:মেট্রোয় সওয়ারি হয়ে মজলেন সেলফি প্রেমে, খুনশুটিতেও! ভিডিও-য় দেখুন অন্য মোদীকে]

মোদী জমানায় ভারতের দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক শুধু পুলওয়ামা-কাণ্ডের বদলা নয়, এই পাল্টা হামলা কান্দাহার বিমান ছিনতাই করে মাসুদ আজহারকে ছাড়িয়ে নিয়ে যাওয়ারও বদলা হিসেবে গণ্য হচ্ছে। ভারতীয় সেনা মাসুদের সাম্রাজ্যকে ধ্বংস করে কড়া বার্তা দিয়েছে। এরপর যে মাসুদ স্বস্তিতে থাকতে পারবে না, সে বার্তাও দেওয়া হয়েছে এদিন। বালাকোট, চকোটি, মুজাফ্ফরবাদে তিনটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে প্রায় ৩০০ জঙ্গিকে খতম করা গিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা।

[আরও পড়ুন: খসে পড়ল পাকিস্তানের মুখোশ! হামলা করেছে ভারত তা বলছেন বালাকোটের বাসিন্দারাই ][আরও পড়ুন: খসে পড়ল পাকিস্তানের মুখোশ! হামলা করেছে ভারত তা বলছেন বালাকোটের বাসিন্দারাই ]

English summary
Sushma Swaraj expresses happiness due to all parties in one voice supported the Govt's anti-terror operations,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X