For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত আডবাণীদের ভাগ্য ৯ মাসের মধ্যেই

বাবরি মসজিদ ধ্বংস মামলায় ফৌজদারী অপরাধে অভিযুক্তদের ভাগ্য নির্ধারণে ৯ মাসের সময়সীমা বেঁধে দিল সর্বোচ্চ আদালত।

  • |
Google Oneindia Bengali News

বাবরি মসজিদ ধ্বংস মামলায় ফৌজদারী অপরাধে অভিযুক্তদের ভাগ্য নির্ধারণে ৯ মাসের সময়সীমা বেঁধে দিল সর্বোচ্চ আদালত। অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, উমা ভারতী, কল্যাণ সিং সহ অনেকেই জড়িত রয়েছেন। তাঁদের ভাগ্য নির্ধারণ করতে হবে আগামী নয় মাসের মধ্যেই। এমনটাই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত আডবাণীদের ভাগ্য ৯ মাসের মধ্যেই

এদিন সেইমতো নির্দেশও দেওয়া হয়েছে। এদিন থেকে শুরু করে নয় মাসের মধ্যে রায় শোনাতে হবে বলে জানিয়েছে।

বিচারপতি আর এফ নরিম্যান ও সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে যাতে এই মামলায় প্রমাণ রেকর্ড ছয় মাসের মধ্যে শেষ হয়। এবং রায়দান হয় নয় মাসের মধ্যে।

পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে যাতে উত্তরপ্রদেশ সরকার প্রশাসনিক নির্দেশ দিয়ে সিবিআই আদালতের বিচারকের মেয়াদ রায়দান পর্যন্ত বাড়িয়ে দেয়। তা না হলে এই বিচারকের ৩০ সেপ্টেম্বর অবসর নেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি পিসি ঘোষ ও আরএফ নরিম্যানের বেঞ্চ আডবাণী, জোশী, উমা ভারতীদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা নতুন করে চালু করা নিয়ে সিবিআইয়ের আবেদন মেনে নেয় ও নির্দেশ দেয়। এর আগে এলাহাবাদ হাইকোর্ট অভিযুক্তদের বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছিল।

English summary
Supreme Court sets nine-month deadline for the final order in Ayodhya criminal case relating LK Advani, Uma Bharti
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X